আমাদের কথা খুঁজে নিন

   

নাবিক এবং জলকন্যা

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

জলকন্যাদের হাটে কেনাবেচা হয় হৃদয়-ঘটিত প্রেম দূরদেশের নাবিক কল্পনার নোঙর ফেলে সমুদ্রসীমায় তার একটা ভালোবাসার মানুষ দরকার যে হৃদয় অন্তপুরে শান্তির তুফান বয়ে দিতে পারে যে এনে দিতে পারে হাজারটা শান্তির কপোত। নাবিক ভাবে জলকন্যার দেশে একবার যেতে পারলে হৃদয়ের সকল বদ্ধ দুয়ার নিমিষে খুলে দিত অকপটে আর অতঃপর একটা মন কিনে আনন্দে দেশে ফিরত নাবিক জানে না কোন দেশে সীমারেখায় জলকন্যারা থাকে? নোঙর ফেলে ফেলে নাবিক যাচ্ছে বাণিজ্যে... মনে তার জলকন্যার বায়না। ভূগোলের মানচিত্রে রেখাপাত করে দেশ বিভক্ত মনের মানচিত্রে কোন দেশই আলাদা নয়। দেশে দেশে ঘুরছে নাবিক জলকন্যার খোজে....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।