আমাদের কথা খুঁজে নিন

   

নাবিক!

আজকে আমার খুন জেগেছে আঁধার রাতে জলপতনে বান ডেকেছে। চেনা নাবিক দিক ভুলেছে, সমুদ্রে তাই ঝড় উঠেছে, সব কেড়েছে! সব কেড়েছে! সাহস রাখো !একলা নাবিক! আনবে কেড়ে শান্ত ভোর। মৃত্যু পথে আসবে সে যে... শুনতে পাবে অচীন সোর। জলের উপর মিছিল হবে... সত্য পথের স্লোগান দিবে । মিথ্যাচারী বিলীন হবে.. নাবিক! তুমি সত্যিকারেই সফল হবে।

সফল হবে। পথভোলা এক নাবিক! বাঁধা পরবে কি তুমি সময়ের কাছে সহস্র বছরের ব্যাথা বুকে যে সমুদ্র, তার কাছে ? লুকায়িত আগ্নেয়গিরিকে কভূ দেখনি...? উত্তাপ জ্বেলে মরে যায় কেন তাও বুঝনি! তাও বুঝনি! তীরে ওঠো নাবিক! অরুদ্ধ কর বিবেক তোমার সত্যের পথ রাঙিয়ে দেখ কেটে যাবে সকল আঁধার । হতাশাকে ছুঁড়ে ফেলে এগিয়ে চল বীরের মতন, অনুসরণে ফিরে পাবে সব পথ ভোলারাও যখন তখন । সাহসী নাবিক! বৃষ্টি শেষের ভেজা ঘ্রানে পাবে সম্মুখ চলার বিশ্বাসটুকু। গাঙচিলের পিছু ছেড়ে শৃঙ্খলিত পায়রাকে মুক্ত করে দাও সুসংবাদের পত্রটুকু বার্তাটুকু।

পবিত্র হে নাবিক! যে তোমার বিমুগ্ধ অনুযাত্রিক জানি পৌছাবে ঠিক তোমার পিছু পিছু নির্ধারিত ঠিকানায়। ছেড়ে যাবে না তো না? যদিও পথ হয়ে ওঠে কন্টকময় অথবা বন্ধুর--- শুধু ভীত হলে বলে দিও কি করে পাবে সত্য পথের যথার্থ নির্ণয় ! সবটুকু নির্ণয় ‍ । সফল নাবিক! মানুষে মানুষে ভেদাভেদ তুলে দিয়ে তুমি জানাও পবিত্রতার আহ্বান। নিজ জীবনের স্বার্থ ত্যাগে তুমি হবে জানি চির অম্লান। চির অম্লান।

তানিয়া হাসান খান সময়: রাত্রি: ২:৪৫ মি. তারিখ: ২৩/০৭/২০১৩ইং উৎসর্গঃ কবিতাটি আমার ছোট্ট একটা ভাই Tanim Khan কে তার জন্মদিনের উপহার হিসেবে পাঠানো হলো। আমার কবিতায় সব সময় তাকে পাশে পাই। হাজারো কাজের ভীরে আমি তার জন্মদিনে অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম। কিছু মনে করোনা ভাইয়াটা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।