"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই চৈত্রের খরতাপে পুড়ছে এ দেশ, সেইসাথে পুড়ছে ওরা, নেই একটুকরো ছায়ার লেশ। হ্যা, ওদেরই কথা বলছি ওরা কৃষক, তুচ্ছ চাষা, আবার ওরাই যদি না থাকে তো থাকে না মোদের খেয়ে বাঁচার আশা। ছায়ার নিচে, ঘরের ভেতর বসে আছো কতই না সুখে, আর ওরা? আমাদেরকে খাদ্য দিয়ে না খেতে পেয়ে মরছে ধুঁকে ধুঁকে। অভুক্ত এই চাষার ঘরে জ্বালাও বন্ধু, একটু আশার আলো, অহমিকা সব ধুয়ে ফেলো মন থেকে বুকে তুলে নাও, চাষাকেই বাসো ভালো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।