আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় বিশ্বের এক চাষা বলছি

Good For Nothing

তৃতীয় বিশ্বের এক গরীব চাষা বলছি সবাই বলে মানুষের নাকি পাঁচটা ইন্দ্রিয় আমি বলি, এ সত্যের অপলাপ মাত্র জন্ম মূহুর্ত থেকে এখন পর্যন্ত দশক কেটেছে একাধিক কখনোই আমি পাঁচটি ইন্দ্রিয় দ্বারা তাড়িত হইনি আমার ইন্দ্রিয় একটিই, তা হল ক্ষুধান্দ্রীয়। আমার পর্নকুটিরে কোন কবির প্রবেশাধিকার নেই প্রবেশাধিকার নেই শিক্ষিত কোন মহান দার্শনিকের আমার ভাঙ্গাঘরে প্রবেশ করে না চাঁদের আলো কখনোই এখানে আসতে পারে না কোন বিখ্যাত চিত্রকর ধোঁয়া ওঠা এক সানকি ভাতের গন্ধ আমার কাছে পৃথিবীর সমস্ত ফুলের গন্ধের চেয়েও আকর্ষনীয় হাঁড়ি ভর্তি মোটা ভাতের দৃশ্য আমার কাছে পৃথিবীর সমস্ত নান্দনিক শিল্পকর্মের চেয়েও কমনীয় ভরপেট ভাত আমার জৈবিক চাহিদা মেটায় আমার একটি মাত্র ইন্দ্রিয়ই সদা জাগ্রত ক্ষুধান্দ্রিয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।