আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং বলতে কি বোঝায় ?

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। আমাদের প্রাত্যাহিক জীবনের কিছু ঘটনা, যা আমাদের চেতনাকে আন্দোলিত করে তোলে অথবা কোন একটি নির্দিষ্ট ঘটনা বা বিষয়ের উপর ধারাবাহিকভাবে লিখার মাধ্যমে ইন্টারনেটে সকলের সাথে 'শেয়ার' করাকে সাধারনতঃ ব্লগিং বলে। মানব হৃদয়ের চিন্তা-চেতনার স্ফুরনের কথা বিন্যস্তভাবে অন্যান্য ব্লগারদের সাথে 'শেয়ার' বা আদান প্রদান করাই ব্লগিং-এর মূল উদ্দেশ্য। এ উদ্দেশ্য সাধনের জন্য আমরা জীবনের কিছুটা সময় ব্লগিং করার মাধ্যমে ব্যয় করি। এতে আমাদের ব্যক্তিক চিন্তাধারার সাথে অন্যান্য ব্লগারের চিন্তা-চেতনার যোগাযোগ সাধিত হয়।

এ যোগাযোগে মিল বা 'সহমত' এবং অমিল বা 'দ্বন্দ্ব' ( দ্বন্দ্ব বলতে সাংঘর্ষিক নয়) হওয়া স্বাভাবিক। এ দ্বান্দ্বিকতার ভিতর থেকে উত্থিত হবে আরেকটা নূতন চিন্তা-চেতনা বা ভাবধারা উদ্ভব। যা আরো সুন্দর ও পরিশীলিত চেতনার বহিঃপ্রকাশ বলে গন্য হবে। আর এ ব্লগিং-এর ক্ষেত্র হতে পারে- সাম্প্রতিক আর্থ-সামাজিক অবস্থা হতে রাজনৈতিক বিষয়াবলী, কোন বিষয়ের উপর প্রবন্ধ। এমন কি সাহিত্য - গল্প, কবিতা, রম্য রচনার মাধ্যমে।

যা অবশ্যই হতে হবে উদ্ভটাতাহীন এবং জ্ঞানের আকরে পরিমার্জিত। আমরা যারা ব্লগিং করতে গিয়ে 'ব্লগার' হিসেবে পরিচিত হতে গর্ব বোধ করি, আশা করি , তাঁরা আমার চেতনার সাথে সহমত পোষন করবেন। যদি , তা না মনে করেন , যুক্তির সাথে লিখুন। ধন্যবাদ পাঠকবৃন্দকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.