আমাদের কথা খুঁজে নিন

   

অনন্তকালের প্রভূ

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। তুমি চলে গেছ, একে বারে গেছ।

একেবারে এই জীবন থেকে চলে গেছ। তবে,তুমি এই হৃদয় থেকে যেতে পারনি,কভু পারবেও না। এই হৃদয়ে তুমি ছিলে, আছ,থাকবে অনন্তকাল। সব কিছুই ধবংস হয়বে, যা কিছু দৃষ্টি গোচর হয়, আর,যা কিছু অদৃশ্য তাও। কিন্তু তুমি কখনোই ধবংস হইবে না , তুমি চীরঞ্চীব,যেমন, আমার প্রভু আমার নিকট।

তুমি আমার সাথে ছলনা করনি, কভু করতেও না। ছলনা করেছে আমার সাথে চীরকালের জয়ী শত্রু,মৃত্যু। মৃত্যু আমার থেকে তুমাকে দুরে সরিয়েছে। পারেনি সরাতে এই হৃদয় থেকে, পরজনমেও পারবে না,পরজনমে তুমি হয়বে আমার পিতা। তুমি আববু ডেকে আমায় দিয়েছ যে শ্রেষ্ঠ সুখ,ততধীক,সুখ পরজনমে আমি তুমাকেদিতে চাই তুমার সন্তান হয়ে,দিব।

তুমি নাই,তুমার দেহ কবরের মাটির সাথে মিশে হয়তু,এতদিনে মাটি হয়ে গেছে। অথচ,আমি তুমাকে দেখি সূর্যের মত,চঁন্দ্রের মত, তারার মত,ছায়ার মত, সর্বমূখী। যারা বলে তুমি নাই, কভু ফিরে আসবে না। সেই মিথ্যুকদের কথায় তখন ব্যাথায় বুকটা আমার ভরে যায়, ভরে যায় মন,প্রাণ দুঃখে,কষ্টে। সে দুঃখে,কষ্টে আমি তুমাকে খুঁজি।

খুব খুঁজি,অনেক বেশী খুঁজি, সারা পৃথিবী খুঁজি, সাত আসমান খুঁজি , খুঁজে, খুঁজে আমি যখন একেবারে ক্লান্ত হয়ে বসি। ঠিক, তখন তুমি বল আমাকে। এইতু আব্বু আমি তুমার হৃদয়ে, আছি,থাকব অনন্তকাল। আরও তখন বল তুমি, যখন স্বরণে আসিবে মোরে খুঁজও তুমার হৃদয়ে। সেথায় দেখিবে আমি তুমাকে অনন্তকালের প্রভূ মানীয়া, তোমার চরণে সেজদায় রত আছি।

*** সন্তানের নিকট পিতা,মাতা অপেক্ষ্য বড় প্রভু এই জগতে নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।