আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর সে -

অতঃপর সে (লিখা সময়কাল-১৬ ডিসেম্বর ২০০০) কোটরাগত চোখ দেখে ঠাউরানো যায় না হরিণ চোখের মায়া, নাকি রক্তজবার রঙ কিন্তু দু’চোখের প্রভূ ঠিকই জানে স্বজাতির জন্য ভালোবাসা আর ধুলো-ধোঁয়া ছড়ানো পাজেরো মালিকের প্রতি ঘৃণা, পুঁজিবাদী সমাজ তাঁর ফুটো থালা গোচরে আনতে চায় না। গোচরে আসে রাজাকার মুক্তিযোদ্ধার বেশে। ক্ষমা করার পূর্বে বেয়নেটের খোঁচা দেহে স্পষ্ট, তাই আজ যুদ্ধ আর্শীবাদ, বিরোধীরা রাজনীতির মঞ্চে। বাংলার বাতাস দূষিত করে সীসা-কার্বন অক্সিজেন পায়না স্থান, গাছ ধ্বংস হয় অপরিকল্পিত আগাছার বেড়ে উঠায়। ইচ্ছে হয় আরেকবার গর্জে উঠি, আগাছার জঞ্জাল সাফ করি - এখন অনেকটা পথ পেরিয়ে অবস্থানের বিপরীতে আঙ্গুলগুলো নড়ে ওঠে ট্রিগার চাপতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।