© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল... একদিন... তোমার জরুরী কথাগুলো শুনবো বলে অপেক্ষা করব আমি। কোন এক গুমোট বিকেলে অথবা পিচগলা রোদ্দুরে একদিন... হৃৎপিন্ডটা অস্থির হয়ে পড়বে খুব সুযোগ বুঝে সময়টাও থমকে যাবে তখন সিগারেটের কাটতি বাড়বে ব্যস্ততা বেড়ে যাবে চায়ের দোকানে একদিন... তোমার জরুরী কথাগুলো বলা হয়ে যাবে ঠিক হয়তো আমার মাথায় ঢুকবেনা কিছুই ঝাপসা চোখে শুধু এতটুকুই বুঝবো তোমার হাতদুটো নড়ছে নির্দয়ভাবে একদিন... আর ফিরবেনা বলে উল্টো পথে পা বাড়াবে তুমি পায়ে পায়ে পেছনে ফেলে এই আমাকে দূরত্ব বাড়বে শুধু দূরত্ব জানবে শুধু কতটুকু দূরে গেলে স্বপ্নহীন বেঁচে থাকে একটি মানুষ। অন্য কবিতাগুলো: দ্রোহ প্রত্যাশা কিংবা প্রার্থনা তোমাদের এই নগরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।