৩৩ঘন্টার শ্বাসরুদ্ধকর বিডিআর বিদ্রোহের অবসানের পর এখন সেই জওয়ানদের অবস্থা কি? প্রধানমন্ত্রী কি প্রকৃতই পারবেন এদেরকে দেয়া কথা রাখতে? তবে এক্ষেত্রে সরকার এবং আর্মি অবশ্যই তাদের ধৈর্য্যের জন্য সাধুবাদ পাবার যোগ্যতা রাখে। বিডিআর নিয়ে টেনশনের মূল কারন বোধহয় সবাই একমত হবেন যে আমাদের সীমান্ত তাদের হাতে আর বিএসএফ সর্বদাই এদিকে নযর রাখে। সেই সাথে এটিও বোধহয় চিন্তার বিষয় এখন থেকে যে আসলে কি পরিমান হতাহতের ঘটনা ঘটেছে বা কি ই বা মূল কারণ এই বিদ্রোহের আর এখন থেকে সার্বক্ষনিক ডিফেন্সের ভেতর একটি ভয় বিরাজ করবে তা হলো বিদ্রোহ বা অভূথ্থান। সেই আর্মি অফিসারদের ভাগ্যে কি ঘটেছে যাদের কোন হদিস মিলেনি? অতঃপর আগামীতে কি আসছে এ জাতির ভাগ্যে? রাতের আধারে, দিনের আলোয় বা পর্দার আড়ালের আর কত ঘটনা বা নাটকের নীরব দর্শকের ভূমিকা নিতে হবে জনগনকে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।