"স্বপ্ন্ তো দেখার জন্যই ,তাই স্বপ্ন দেখে চলি অবিরাম" আসুন ২০১১ সালের শেষের দিকে কিছু ভালো কাজ করি। ১৮+ কোন জোকস নয় , নয় কোন কনসার্টের ইভেন্ট। তাই অনেকেই হয়তো ইভেন্টটি ইগনোর করে যাবেন। কারন এরকম শত শত ইভেন্ট এখন আমরা ইগনোর করে যাই। কারন এসব এখন আর আমাদের বিবেককে স্পর্শ করেনা।
আমরা জাতি হিসেবে বড্ড সহিষ্ণু হয়ে গেছি। তারপরও পডে দেখুন যদি আপনার বিবেককে একটু নাডা দিয়ে যায় তাহলেই আমরা সার্থক।
শীতের দাপট শুরু হয়ে গেছে। । ঠান্ডার থাবা আমরা খুব বেশি অনুভব করতে পারি না।
কারন সন্ধ্যা নামতেই গায়ে দামি জ্যাকেট চডিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে শীত উপভোগ করতে যখন আমরা বাইরে ছুটছি, তখন আরেকদল ছুটছে আমাদের চেয়ে আরও তীব্র গতিতে। কারন ওদের কাছে শীত আসে অভিশাপ হয়ে। একটু উষ্ণতার খোঁজে ওদের ছুটে চলা। আমরা ক্যাম্প ফায়ার করে ফেসবুকে ছবি আপলোড করছি। আমাদের কাছে এটা বিনোদন।
ওরাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে। কিন্তু ওদেরটা বিনোদন নয়,অভাবের তাডন।
কাপড় কেনা তো দূরের কথা, ঠিকমতো বাঁচার সামর্থও হয়তো তাদের নেই। নেই চতুর্দিক প্রাচীর দেওয়া কোন ঘরও যেখানে তারা এই কনকনে শীতের রাতগুলো কিছুটা স্বস্তিতে কাটাতে পারে। গাছের নিচে, হয়তো ফুটপাতে গুটিসুটি হয়ে ঘুমানো।
এটা তাদের আশ্রয়। তীব্র শীত ধেয়ে আসছে মূত্যুর বিভীষিকা হয়ে ঐ সব অসহায় মানুষের জীবনে যাদের মোটা কম্বলের নিচে লুকিয়ে পড়ার সামর্থ নেই।
তাদেরকে বেঁচে থাকতে হবে শীতের সাথে লড়াই করে, পাতলা কোন কাপড়ে নিজের শরীরকে রক্ষার ব্যর্থ চেষ্টা করে কাজে নেমে পড়তে হবে। শীত নামের এই নিষ্ঠুর "রেসে" হয় জিতবে না হয় মরবে গরীব অসহায় খেটে খাওয়া মানুষজন অথবা পথ শিশু, রাস্তায় ঘুমানো মানুষগুলো।
ওরা আমাদের দিকে চেয়ে থাকে।
স্বাধীনতার চল্লিশ বছর পরেও এইসব ভাইবোনদের বাঁচিয়ে রাখতে আমাদের যুদ্ধ করতে হবে। হ্যাঁ , আমরা পারবো। আসুন না ওদের কাঁপুনি থামিয়ে দেয়। খুব কি কঠিন কাজটা ? না ! নতুন জামা কাপডের বিলাসিতা ওদের লাগবে না। দেখুন না আপনার আলমারি খুলে।
হয়তো আপনার কয়েক বছরের পুরনো শীতের জামা-কাপড , যা আপনার কাজে লাগছে না ওদের জন্যে ওটা আশীর্বাদ হয়ে আসবে।
আমাদের সাথে যোগাযোগ করুন :
শওকত খান - 01670435155
জাহেদ জনি -01718544525
অনির - 01677406940
সৌরভ - 01675082818
রাফি - 01723977980
ফেসবুক ইভেন্ট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।