যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে যেওনা জলে ডুবে, যখন বসন্ত এলো এমন দিনে, এই মনে, জলে যেওনা, হারাতে চায়না এই মন। নিবিড় এক ভালবাসা তোমার জন্যে কাব্য লেখা, তোমার জন্যে ঝরা পাতা, নিবিড় কিছু দূরের তারা, এনেছে এই মন, জলে যেওনা ডুবে। অভিমানী সব ভালবাসা ? যেওনা একা একা যেওনা জলে ডুবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।