আমাদের কথা খুঁজে নিন

   

যেওনা ফিরে

এত কাছে এসেছো , ভাল যখন বেসেছো , মনে কছু নিওনা এই কালো মুখটা দেখে ; মন চোখে দেখেছো , কত কথা বলেছো , সরাসরি দেখে এবার যেওনা গো বেঁকে । করোনা ঘৃণা কালো মুখটা দেখে , সুন্দর মুখটা তোমার ঘুরাওনা এদিকে , বিধাতার দেয়া এই কালো গাত্রবরণ - তাতে দোষ কি আমার বলো ? দৃষ্টি দাও তোমার ঐ সুন্দর চোখে , বানাওনি তাহা তুমি নিজের থেকে , তবে গৌরব করবে কিভাবে তুমি - এই একটু বিবেক নিয়েই চলো । কালো আর ধলোতে করোনা কোন ভেদাভেদ, মন তো একটাই কেন তবে এতটাই প্রভেদ, মনের চোখে দেখেছি তোমায় - চেয়েছি তোমার মনটা পেতে, ভালবাসতে গিয়ে করতে চাইনি তাই কখনোই তোমায় দর্শন ; তোমার বাবার ঐ সম্পদের দিকে আমি কভু দেখিনি, তোমাদের ঐ বিশাল প্রাসাদের প্রেমেও আমি পড়িনি, শুধুই পড়েছি তোমার মায়ায় - কাছে এসে যেওনা ফিরে, এসো দেখে যাও তোমার জন্য তাই হচ্ছে শুধুই হৃদয়ে রক্তক্ষরণ। =============================

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.