অচেনা পথে হাটতে চাই অনেক দুর
মেয়ে,হেথায় যেওনা তুমি
কইয়োনা কথা অপরিচিতের সাথে
ফিরে এসো আমার ভূবনে
রূপালী আগুন তারা ভরা রাতে।
ফিরে এসো বুকের জমিনে,অশান্ত ঢেউয়ে
ফিরে এসো শূন্য হৃদয় মাঝে
আর যেওনা দুরে------অনেক দুরে
অপরিচিতের সাথে যেওনা আর।
হয়ত বলেছো অনেক কথা,লোক চক্ষুর আড়ালে
পেরিয়েছো অনেকটা আকাশ
ভাসিয়েছো অনেক মেঘ
মৃওিকা হয়ে আসোনি ফিরে।
মেয়ে,হেথায় যেওনা
তোমার হৃদয়টা আজ ক্ষত
আকাশের সাথে মিল নেই তত
এসো ফিরে সোনালী এই জমিনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।