আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা নায়িকা কেয়ার অতিত নিয়ে আজকের ক্লাস শুরু করি

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলা নায়িকা কেয়া কে আটক করেছে পুলিশ বলেছেন ব্লগার: সফটকোন আইসক্রীম আসুন আমরা আজ কেয়ার কিছু অতিত নিয়ে আজকের ক্লাস শুরু করি. জীবনের প্রতিটি মুহূর্তের ভাললাগা যার মুগ্ধ অবয়বে, অনিন্দ্য, সুন্দরের রূপে দক্ষিণা হাওয়ার শিহরণ যে, তিনি কেয়া। কেয়াপাতার নৌকা গড়ে সে শুধু সাজিয়ে যায় রুপালি পর্দার ক্যানভাসকে। ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকার না বলা কিছু কথা নিয়ে আমাদের এবারের দশে দশ। ১। আপনার জীবনে ঘটে যাওয়া প্রিয় একটি মুহূর্ত, যা আপনাকে এখনো স্মৃতিকাতর করে।

০ শাকিব খানের সাথে কক্সবাজারে ‘নষ্ট’ ছবির গানের শুটিং করতে গিয়েছিলাম। শুটিং শেষ করে ফিরার পথে ভিড়ের মধ্যে একটি লোক আমাকে চিমটি দিয়েছিল। এটা মনে হলে মাঝে মাঝে আমার হাসিও পায় আবার ভয়ও লাগে। ২। আপনার প্রিয় দু’জন মানুষের নাম বলুন- ০ বাবা ০ মা ৩।

শুটিং করতে ভাল লাগে এমন তিনটি স্থানের নাম বলুন- ০ ব্যাংককের ফুকেট (জেমস বন্ড আয়ারল্যান্ড) ০ কক্সবাজার ০ গল্‌ফ ক্লাব ৪। যে চারজন অভিনেতার সাথে অভিনয় করতে পারলে, আপনি খুশি হতেন- ০ শাহরুখ খান ০ সালমান খান ০ অভিষেক বচ্চন ০ জন আব্রাহাম ৫। যে পাঁচজন অভিনেত্রীর অভিনয় আপনাকে মুগ্ধ করে ০ শাবানা ০ ববিতা ০ শাবানা আজমী ০ জুলিয়া রবার্টস ০ ড্রিও বেরীমুর ৬। যে ছ’টি খাবার আপনার খুব প্রিয় ০ ভুনা খিচুরি ০ পান্তা ভাত ০ স্টেইক ০ আইসক্রীম ০ চটপটি ০ কোক ৭। যে সাতজন শিল্পীর গান আপনার ভাল লাগে ০ সনু নিগম ০ রুনা লায়লা ০ এন্ড্রু কিশোর ০ কনক চাঁপা ০ আতিক আসলাম ০ হাবিব ০ হৃদয় খান ৮।

যে আটটি জিনিস সবসময়ই আপনার কাছে থাকে ০ ব্যাগ ০ মোবাইল ফোন ০ পারফিউম ০ লিপিস্টিক ০ আইলাইনার ০ মাসকারা ০ লিপজেল ০ আয়না ৯। যে নয়টি চলচ্চিত্র আপনার খুব পছন্দের ০ দ্য পিয়ানিস্ট ০ লাইফ ইফ বিউটিফুল ০ ফরেস্ট গাম্প ০ টাইটানিক ০ জীবন থেকে নেয়া ০ তিতাস একটি নদীর নাম ০ গজ্‌নী ০ এভেটার ০ ওমরাও জান ১০। যে দশটি শব্দ আপনি নিত্যদিন ব্যবহার করেন ০ এখান থেকে সরো ০ ঘ্যান ঘ্যান করো কেনো ০ গো টু হেল ০ লিভ মি এলোন ০ ডোন্ট বি সাউট ০ বেশি কথা বলো ০ হ্যালো ০ শুনতে পাচ্ছি ০ ফাইল ০ বলো। তথ্য banglareport24 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।