যে জন দিবসে মনের হরষে পোস্ট পড়িয়া দেয় না কমেন্টখানি... তাহার উপর জ্বলিল ভাইয়ের বদনজর পড়িবে লইও জানি... সর্বশেষ বাংলা সিনেমা রেটিং কি জানা আছে আপনার? না থাকলে জেনে নিনঃ [২১শে ডিসেম্বর পর্যন্ত আপডেটিত] ১. গেরিলা [রেটিং : ৮.২] বাঙালি মুক্তিযুদ্ধের কাহিনি পছন্দ করে ২. পথের প্যাচালি [রেটিং : ৮.১] বাংলা ক্লাসিক ৩. শ্রাবণ মেঘের দিন [রেটিং ৮.০] হুমায়ন আহমেদের জিনিস, পপুলার তো হতেই হবে ৪. শ্যামল ছায়া [রেটিং ৭.৯ ] আরেকটি মুক্তিযুদ্ধের ছবি ৫.দেবী [রেটিং : ৭.৬] এইটা আমিও দেখি নাই, দেখতে হইব... ৬. মাটির ময়না [রেটিং : ৭.৪] ডকুমেন্টারি, সুশীল দর্শকদের জন্য ৭. আগুনের পরশমণি [রেটিং ৭.৩] এটিও মুক্তিযুদ্ধের সিনেমা ৮. মনপুরা [রেটিং ৭.২] এইটার রেটিং নিথুয়া পাথারে পড়ল ক্যান? ৯. নাম্বার ওয়ান শাকিব খান [রেটিং : ৬.৫] এইবার বাঙালি লাইনে আসছে... ১০. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার [রেটিং : ৬] আধুনিক বাংলার উদাহরন ১১. হাজার বছর ধরে [রেটিং : ৯.৬] এইটার রেটিং এতো বেশি ক্যান? বুঝলাম না বিশেষ দ্রষ্টব্যঃ *আমি বাংলা সিনেমার কথা বলছি, শুধু বাংলাদেশি নয়, *সুত্রঃ IMDB *আরও আপডেটিত হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।