আমাদের কথা খুঁজে নিন

   

জনশক্তি রপ্তানির লাইসেন্স চেয়েছিলেন ড. ইউনূস

আমি নতুন কিছু লিখবো নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস জনশক্তি রপ্তানির লাইসেন্স চেয়েছিলেন বর্তমান সরকারের কাছে। কিন্তু তাকে এ ব্যাপারে নিরুৎসাহিত করে সরকারের নীতিনির্ধারকরা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা যায়, নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে জানানো হয়Ñ তার নামের সঙ্গে জনশক্তি রপ্তানির ব্যবসা খুব একটা মানায় বলে তারা মনে করেন না। যুক্তি হিসেবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একজন গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালককে বলেন, সারা বিশ্বে সামাজিক ব্যবসার জনক হিসেবে ড. ইউনূস সমধিক পরিচিত। একটি লাভজনক ব্যবসায় তার জড়িত হওয়াটা এই নোবেলজয়ীর ভাবমূর্তির সঙ্গে খাপ খাবে না। আর এই বিবেচনায় লাইসেন্স দেওয়ার বিষয়টি নাকচ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়, ড. ইউনূস বিষয়টি ভালোভাবেই মেনে নেন। এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে আর যোগাযোগ করেননি। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.