আমাদের কথা খুঁজে নিন

   

জনশক্তি রপ্তানী রেমিটেন্স এবং....



গত কয়েকদিনে বৈদেশিক অর্থবাজারে আমাদের চরম দু:সময় যাচ্ছে..... বিশ্বমন্দায় আমাদের দিকে প্রত্যাশিত আঘাত আসা শুরু হয়েছে...... আমরা যেহেতূ বৈদেশিক সাহায্যনির্ভরশীল সেহেতু আমাদের ক্ষতি বা দু:সময় দীর্ঘমেয়াদী হবে.... এর উপর জনশক্তি বাজারের সুষ্ঠু মনোযোগের অভাবে আমাদের বৈদেশিক শ্রমবাজার সংকুচিত হয়ে আসছে...... আমাদের দুর্ভাগ্য যে আমরা এই বাজারটাকে পর্যাপ্ত গুরুত্ব দেই নাই.... কিছু সাইলকের কাছে তুলে দিয়েছি আমাদের মূল্যবান এই সম্পদকে......... আমরা আসলে - দুধ দেয় যে গাভী তার দোষ খুজতে বা নাক সিটকাতে ভালবাসি...অথচ ভূলে যাই যে অন্যদেশে গিয়ে সব কাজই গুরুত্বপূর্ণ কোনো লজ্জা নাই ডায়লগ দেই.. প্রতিবেশী দেশগুলা এই ক্ষেএকে খুব গুরুত্ব দেয়.... আমরা যে কাজে ৪ লাখ টাকা দিয়ে ভিসা পাই ওরা ২ লাখে পায়... ওরা বেতনও বেশী পায়... দক্ষ অদক্ষ অজুহাত অনেক হয়েছে..এইবার আসল কথা বলেন... রিক্রুটিং সংস্হাগুলারে .... মনিটর করা উচিত ওরা কিছু হইলে এর তার দোষ দেয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.