তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল আল্লামা শফি নারী বিষয়ে যে বক্তব্য দিয়েছেন এবং যা নেটে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তাতে কেউ কেউ বিরক্ত। আবার কেউ কেউ সমর্থন বা বিরোধীতা করছেন। আমি অত্যন্ত নিরপেক্ষভাবে এই দৃস্টিভঙ্গীর উপকারিতা উপস্থাপন করতে চাই।
১. নারীরা বাজারে গিয়ে বড় বেশি সময় নষ্ট করে।
অতএব বাজারে না পাঠালে ট্রাফিক জাম কমে যাবে।
২. নারীরা চাকরী করার কারণে তাদের চাহিদা বেশি থাকে। বিশেষ করে কাপড় চোপড় সোনা দানার। অতএব চাকরী না করলেই স্বামীর আয় দিয়ে খরচ মেটানো যাবে। আর বাড়তি ব্যয় করতে গিয়ে স্বামীরা যদি একটু আধটু দূর্নীতি করেন তাহলে নিশ্চয়ই তা ক্ষমাযোগ্য।
আফটার অল তারা স্ত্রীদের হেফাজত করছেন।
৩. মেয়েদের লেখাপড়া করার দরকার নেই। এতে সরকারের উপবৃত্তির টাকা সাশ্রয় হবে। সেই টাকা দিয়ে মাদ্রাসা শিক্ষা উন্নত করা হবে। মানুষের কাছ থেকে যাকাত ফিতরা নিয়ে মাদ্রাসা চালানোর প্রয়োজন হবে না।
৪. মেয়েরা তেতুলের মতো। এরা বাইরে এলে বুজুর্গ লোকেরও অসুবিধা ঞয়। না হলে তারা থ্বজভঙ্গ। এ কারণে ধ্বজভঙ্গের অষুধের পিছনে বহুত ব্যয় হয়। ভবিষ্যতে এই ব্যয় হবে না।
কারণ মহিলারা ভিতরে থাকবে আর মেশিন চলবে।
ভাইয়েরা আপনাদের কাছে আরো কোনো উপকারের বিষয় থাকলে যোগ করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।