আমি মুছে দিতে চাই সব মলিনতা রাজধানীর উত্তর বাড্ডায় একটি মিনিবাসে কে বা কারা আগুন দিয়েছে। আগুনে বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় চালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়েছে।
মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় হেলাপারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চালককে এখনও হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে।
রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।
আগুনে ওই মিনিবাসের (কুমিল্লা জ- ০৪০১৬৮) বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
অগ্নিদগ্ধ চালক আনোয়ার জানান, হেলপারসহ তিনি বাসের মধ্যে ঘুমিয়েছিলেন। কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না।
তবে বারিধারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।