আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের বেতন ও ঈদ বোনাসের অর্থ তোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলো প্রয়োজনে বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অগাস্ট মাসের বেতন ও ঈদ বোনাসের অর্থ দেশের কোনো কোনো স্থানে এখনো না পাওয়ায় এমন ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। খবরটি পড়ে অবাক হওয়ার মতো কিছু নেই। তারপরেও কিছু কথা থেকে যায়। প্রতি বছর ঈদে দেখা যায় বেসরকারী শিক্ষকদের বেতন ভাতা দিতে সরকার গড়িমসি করে। কেন করে তা বোঝায় যায় না।
এখানে কয়েকটি প্রশ্ন থাকে, সরকার কি আগে জানতো না যে রোজার শেষে ঈদ হবে, রাত ১০ পর্যন্ত ব্যাংক খোলা রাখলেই নিরাপদে শিক্ষকরা বেতন তুলে বাড়ি ফিরতে পারবেন তার গ্যারান্টি কি? গত এক বছর যাবত প্রতি মাসের নির্দিষ্ট সময়ে কেন শিক্ষকরা বেতন ভাতা তুলতে পারেন না? বেতন যেহেতু সরকারকে দিতেই হয় তবে কেন তারা ঠিক সময় মতো দিতে অপরাগ হন? শিক্ষকদের ভোগান্তি না পোহালে কি তাদের বেতন হালাল হয় না?
এভাবে আর যাই হোক শিক্ষকদের অভূক্ত রেখে জাতি গঠন করা সম্ভব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।