কল্পনার ইনডেক্সে আঁকা প্রেয়সী সেই চিরচেনা হাসিতে এক চিলতে ভালোবাসার পরশ বুলিয়ে দিল ...
নিত্যদিনের অভ্যাসমত ঘুম ভাঙ্গতেই অনলাইনে বসে পড়ল তূর্য। দৃষ্টির সীমানায় মনিটরটাও তখন যেন লাস্যময়ী হাসি। সে ভাবতে লাগলো `আহা! এমন যদি বাস্তবে হত তবে কতই না ভালো হত। `
এমন সময়ে বাস্তবতার আঙিনায় ফিরে তাকিয়ে দেখল শৈলী স্কাইপিতে কল দিয়েছে। অন্যকোন দিন হলে নিশ্চিতভাবে প্রথমবারেই কলটা রিসিভ করত।
বারবার কল আসছে অথচ সেদিকে তার কোন খেয়ালই নেই। সে একমনে কী যেন ভেবে চলেছে...
কোনদিন সাহিত্য বিষয়ক লেখালেখি করে নি সে। শুধু পড়াশুনার ব্যস্ততায় তার দিন কাটে। এবার যদি একটি প্রথম সারির বিদেশী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া যায় তবেই রক্ষে! গত কয়েক বছর ধরে তার সিনিয়রেরাই তো পেয়ে আসছে তাহলে সে পাবে না কেন? এসব ভাবতে ভাবতে তার দিন চলে যেত।
কিছুক্ষণ পরে হঠাৎ করে সে ফেসবুকে লগইন করে স্ট্যাটাস দিল:
গণিতের মত নির্ভুলভাবে আমি দেখিয়ে দিব তোমায়
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়
সত্যিই কী তাই?
তোমাতে আমি হারাই...
ওর বন্ধুরা প্রচুর লাইক ও নানা রকম মন্তব্য করতে লাগল।
যতক্ষণ পর্যন্ত শৈলী মন্তব্য করে নি ততক্ষণ সে চুপচাপ ছিল। তার মন্তব্যের উত্তর দিয়ে সে লগআউট হয়ে জানালার কাছে এসে দাড়াল। তখন আকাশে সূর্য ও মেঘ লুকোচুরি খেলছিল। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছিল ... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।