আমাদের কথা খুঁজে নিন

   

""""""""""""অরক্ষিত স্বাধীনতা-এ পরাধীনতা """"""""""""

জানিনা কোথায় এর শেষ facebook এ chat list এ দেখে বুঝার উপায় নেই যে কে কোনটা কার.. সবার profile picture এ একই জিনিস সেটা হলো বাংলাদেশ এর পতাকা ..এর facebook এর জনৈক admin দের status এর কল্যাণে আমাকে এই প্রবাসে থেকে-ও কষ্ট করে জানতে হয় না যে আজকে কিবর অথবা কি দিবস ... হা, আমি আজকের আমাদের (অতি মহান) বিজয় দিবসের কথা-এ বলছি .. আজকের দিন-ই শুধু নয় সারা ডিসেম্বর মাস জুড়ে-ই থাকে আমাদের facebook বাঙালিদের এই প্রতিকী পতাকা সম্মান প্রদর্শন..শুধু ডিসেম্বর না ফেব্রুয়ারি, মার্চ মাসে-ও চলে আমাদের এই পতাকা culture আর facebook এর wall ছেয়েযায় নানা ধরনের বাংলার গুণ গানে ..আসলে কি আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি নাকি স্বাধীনতার খোলসে পরাধীনতা করে-ই চলছি কোনটা..? উত্তর দিয়ে যাবেন কিন্তু comment এ... আজকে হয়ত আপনারা সকাল ভোর বেলায় অনেকে শহীদ মিনারে গিয়ে ১০ টাকা থেকে শুরু করে কোটি টাকার ফুল পর্যন্ত বিলিয়ে আসবেন তাইনা....কিন্তু হয় আফসোস আপনাদের সকাল বেলার ঘুম-ই তো ভেঙ্গেছে মোবইলে sheela ki jawani অথবা munni badnam অথবা shakira ,Pitbull এর কোনো গান শুনে ..কি অস্বীকার করতে পারবেন..? জানি অনেকে-ই পারবেন না...ফুল বিসর্জন দিয়ে এসে ঠিক-ই আপনি বিশ্রাম নেয়ার সময় কোনো হিন্দী গান শুনবেন ...সন্ধা-রাত হলে-ই আমাদের মা-বোনেরা অধীর আঘ্রহে বসে থাকে হিন্দী serial দেখার জন্য ...অনেক আছেন সংসার ছেড়ে দিতে পারবে কিন্তু serial ছেড়ে দেয়া সম্ভভ হবে না ..বলুন তাহলে এই ভন্ডামি কেন..? একদিনের জন্য লাল-সবুজের শাড়ী পাঞ্জাবী পরে এর facebook ই কথা বলে-ই প্রকৃত বাঙালি হওয়া জায় না ..মন থেকে-ও বাঙালি-আনা মনোভাব আনতে হয় .. শুধু রীতি-নীতি আর সংস্কৃতি -ই নয় আমাদের মনোভাবে-ও যে পরাধীনতা কঠিন ভাবে শিকর গেড়ে আসে তা স্পষ্ট হয় ক্রিকেট খেলার সময় ... আমাদের প্রথম পছন্দের তালিকায় কিন্তু "পাকিস্তান আর ভারত" এর সর্বশেষে যদি বাংলাদেশ ভালো খেলে তাহলে তখন সবাই দেশ প্রেম দেখিয়ে বলে-"এগিয়ে যাও বাংলাদেশ "...হেরে যাবার সময় কেন support নেই আমাদের ..? আমরা যদি আসলে-ই স্বাধীনতা অর্জন করি থাকি তাহলে কিভাবে ভারতী-ও চামচারা,রাজনীতিবিদরা আর পাকিস্তানি দোসরেরা আজ কেন আমাদের সামনে বুক ফুলি-এদাপটের সাথে হেটে বেড়াচ্ছে ...আমরা কি পারি না আমাদের এই চামচাদেরকে বের করে দিতে..? যারা নিজের দেশের ক্ষতি করে অন্য দেশের জন্য বাধ নির্মান করে দেয় তাদেরকে কেন আমরা ভোটে দিব বলুন..? যারা রাজাকারদের কে আশ্রয় দেয়,কেন আমরা তাদেরকে ভোটে দিব বলুন..? উত্তর দিন..? "আছে কোনো উত্তর ? " না নেই..থাকার কথা-ও না..কারণ আমরা যে এখনো পরাধীন .আমাদের সাধীনতা যে এখনো রক্ষিত নয় ...আর তাই """"""""""""অরক্ষিত স্বাধীনতা-এ পরাধীনতা """""""""""" আসুন আমাদের স্বাধীনতাকে আমরা রক্ষা করি,এই পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.