আমাদের কথা খুঁজে নিন

   

অরক্ষিত অনুভূতি

অপদার্থ এই যে মি. মনখারাপ, হ্যালো..., হ্যাঁ আপনাকেই বলছি এতো কি ভাবছেন বলুনতো মশাই ? কালরাতের কথা ভুলতে পারছেন না তাইতো ? দেখুন,আজকাল এতো কিছু ভাববার সময় কই বলুন ? শুনুন মশাই, ভাল যদি থাকতেই চান তবে মাথা থেকে ঝেড়ে ফেলুন ওসব । এই নিন ধরুন, চুমুক দিয়েই দেখুননা নিমেশেই সব খাল্লাশ । নিন ধরুনতো । আচ্ছা কি হয়েছে বলুনতো ? কেনইবা খামাখা জোড় করতে গেলেন বেচারিকে ? সবসময়তো মন সবকিছুতে সাপোর্ট দেয়না মশাই । ফলটা কি হল ? কষ্ট পেলেন তো ? তাছাড়া এত্তসব ঝামেলায় আছে বেচারি, আবার শরীরটাও ভাল ছিলনা, আপনি খামাখা... এই যাহ্ ,অমন করে কি দেখছেন ? কিছুই বুঝতে পারছেন না তাইতো ? ভাবছেন কি করে জানলাম আপনার ঘরের কথা ? দেখুন, আমি সব জানি মশাই ।

অনর্থক চাপ নিবেন না । ও আমাকে কোন কিছুই গোপন করেনা । বোঝেনই তো ,একে মেয়ে মানুষ,তার উপর আবার অভিমানী । সবকিছু চেপে রাখলেতো গ্যাস্ট্রিক হয়ে যাবে । কি হল মশাই ? শেষ করুন , শেষ করুন ।

আর শুনুন,জোর করে সব হয়না মশাই । সবকিছুর একটা সময় আছে না ? এবার তাহলে উঠি মশাই, আমার আবার অনেক কাজ জমে আছে। তবে যাবার আগে পরিচয় টা বলে যাই, আপনার কৌতুহলের নাম, অরক্ষিত অনুভূতি । । ভাল থাকবেন মশাই, আবার হয়ত কখনো দেখা হবে ।

। নির্জন দ্বীপ ২৮/০৫/২০১৩ পড়ন্ত বিকেল @ল্যাব ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.