আলোর বিপরীতেই বাষ্প স্পষ্ট হয়ে উঠে?
সংরক্ষিত মমি হইতেই মানুষ আরাধনা করে?
অরক্ষিত দিনগুলো শ্রেষ্ঠ ছিল।
বুলবুলির পিছনে পিছনেই এক দুপুর পার;
বুনোজাম হাতে নিয়ে মুখ রাঙিয়ে
ভেংচি কেটেছি খেলাসজ্জিত পটাশবন্ধুকে।
অত:পর; তার দাবড়ানি খেয়ে
ঘরে এসে ক্রমে ক্রমেই হয়েছি আজ সুরক্ষিত সৈনিক।
বাঁশপাতার নাকের ডগায়
বাষ্পায়িত ঘাম জমে জমে নাগমণি হয়ে যায়;
ধরতে গেলেই
সারাদেহে অরক্ষিত দিনের মধুবিষ ছড়ায়।
কে সংরক্ষিত মমি হতে চায়!
অনিরুদ্ধ আনজির
সিলেট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।