ফুলে ফুলে সাঁজায়ে যখন তোলা হবে স্মৃতিসৌধ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী। জনে জনে যাবে, ভালবাসা দেখাবে করবে পুষ্পের বাহাদুরি । দিনভর শুধু তর্ক উঠবে কার ভালবাসা খাঁটি। লক্ষ টাকার ফুল কিনে হবে টাকার বাহাদুরি। হাজার শহীদের রক্তের ঋণ শোধ হবে কি তাতেই? হাজার টাকার ফুল না কিনে যদি বিলাতে যদি দুঃখীর তরে। শান্তি পেত শহীদ এর আত্মা ভালবাসায় উঠত ভরে বিজয়ের মুহূর্তটা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।