পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
অনেকেই বলে থাকেন ভালবাসা দিয়ে বানানো যে কোন জিনিস, তার স্বাদ গন্ধ্ব বর্ন সবই আলাদা !! আমি এই বক্তব্যের সাথে বহুদিন একমতই ছিলাম, কিন্ত এক দিনের এক অভিজ্ঞতায় বর্তমানে আমার অবস্হান এখন একটু দুরে !!
ঘটনার স্হান ইতালীর ভেনিস যাকে ইতালীয়রা ডাকে ভেনিজিয়া বলে।
ভেনিস ভ্রমনের কাহিনী আমি অন্য পোস্টেই লিখব ।
ইতালীয় রা জাতি হিসেবে একটু বেশীই রোমান্টিক এটা বোধহয় সবারই জানা । কোন একটা সুন্দরী মেয়ে( যা ঐ দেশে অভাব নেই) রাস্তা দিয়ে হেটে যেতে দেখলেই দোকানদার যুবক রা দোকান ফেলে রাস্তায় এসে সোচ্চারে তার রূপের প্রশংসা করে যাচ্ছে । মেয়েরাও হাসি দিয়ে তার উত্তর দিচ্ছে, নো হার্ড ফিলিংস।
এটা আমার নিজের চোখে দেখা।
আমাদের দেশে হলে ইভ টিজিং এর দায়ে কত ছেলেকে যে এক দিনের জন্যে হলেও হাজত বাস করে আসতে হত অথবা পাড়ার মুরূব্বীদের সামনে কান ধরে ওঠ বস।
আমি যে আসল কথা রেখে কোথায় চলে যাই !
বলছিলাম ভেনিসের একটা ছোট্ট ঘটনা । তিন দিন ভেনিস ঘুরে ফ্লোরেন্স যাব । ট্রেনে উঠার আগেই খাবার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম।
মেনু দেখে আমার স্বামী বল্ল ' ইতালীয় খাবার কোনটাই তো তোমার ভাললাগছেনা ,এই মাছ দেয়া পিৎজা টা নেই, এটা ভাললাগতে পারে ',বেশ দামী।
বল্লাম 'দাও, যাহা বায়ান্ন তাহাই তিপ্পান্ন'।
অর্ডার দিয়ে বসলাম কাস্টমারদের সামনেই বানানোর ব্যাবস্হা ।
পাশেই আরেক টেবলে বার কাম ফ্রেশ জুস তৈরীর ব্যবস্হা ।
আমারদের পিৎজা বানাচ্ছে এক ছেলে আর জুস বানিয়ে সার্ভ করছে এক মেয়ে।
আমি অবাক হয়ে দেখতে লাগলাম ছেলেটা একটু পর পরই পিৎজা বানানো রেখে মেয়েটাকে পেছন থেকে চিৎকার করে জড়িয়ে ধরে আদর টাদর করে আবার এসে পিৎজা তৈরী তে হাত দিচ্ছে, একি অবস্হা ! আমার তো রাগে সারা শরীর জ্বলছে ,আমার সাহেব বল্লো,
'রাগ কোরোনা, দেখনা কি হয়, এত ভালবেসে বানাচ্ছে খেতে মনে হয় ভালই হবে' ।
যাই হোক শেষ পর্যন্ত দুটো পিৎজা আমাদের সামনে আসল। অবাক হয়ে দেখলাম যেই মাছের জন্য অর্ডার তা আমাদের দেশের মলা মাছের সাইজ তায় আবার টিনজাত একটু শুটকী মার্কা ,৩টা ৪টা করে একেকটায় । বিশ্রী একটা গন্ধ । দু জনেই দুটোর থেকে একটু করে মুখে দিয়ে বিল শোধ করে বাইরে এসে ম্যকডোনাল্ডসের দিকে হাটা দিলাম।
আমি শুধু ওকে বল্লাম' ভালবাসতে বাসতে কিছু বানালেই যে ভাল কিছু হবে আমি এই বিশ্সাস থেকে বর্তমানে একটু সরে আসলাম',
কিন্ত সে একটু কিন্ত কিন্ত করতে লাগল।
পাঠক আপনাদের মত ও কি আমার স্বামীর মত নাকি আমার !!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।