কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে.... আমাদের দেশের সচেতন বিবেকবান ব্লগার কমিউনিটির কাছে আমার কয়েকটা প্রশ্ন। আমি নিতান্তই শিক্ষানবীশ, নাদান বাচ্চা। অনেক কিছুই বুঝিনা, তাই গোলমাল ঠেকে প্রতি পদে পদে। অনুগ্রহ করে আমার কয়েকটা অজ্ঞতা এবং মূর্খতা দূর করলে আমি বাধিত থাকবো। সবাইকে অগ্রিম ধন্যবাদ।
১। আপনার স্ত্রী ঠিক কী ধরনের বা কোন মাত্রার অপরাধ করলে শাস্তি হিসাবে তার গায়ে হাত তোলা যায়? কী ধরনের অপরাধ করলে চড়-থাপ্পর, আর কী ধরনের অপরাধ করলে লাঠি/বেত/চাবুক দিয়ে পিটানো যায়?
২। কী ধরনের অপরাধ করলে আপনার স্ত্রীকে শারীরিকভাবে জখম করা যায়? মানে, ধরুন, কোন ক্ষেত্রে আপনি তার চোখ খুবলে তুলে ফেলবেন, নাক-কান কেটে/ছিঁড়ে ফেলবেন? কোন ক্ষেত্রে মুখে এসিড মারবেন? আর কোন ক্ষেত্রে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবেন?
৩। কী ধরনের অপরাধ করলে তাকে জানে মেরে ফেলা যায়? বউকে শাস্তিস্বরুপ জানে মেরে ফেলার বিভিন্ন পন্থার মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ? ক) পিটিয়ে মেরে ফেলা, খ) সালিশ ডেকে পুরো গ্রামের সামনে দোর্রা দিয়ে মারা, গ) গলা টিপে হত্যা করা, ঘ) আগুনে পুড়িয়ে মারা, ঙ) বিষ খাইয়ে মারা।
এছাড়া অন্য কোনো শারীরিক শাস্তি এবং হত্যা-পদ্ধতি যদি থেকে থাকে, সেগুলোর উল্লেখ করতে ভুলবেন না যেন।
সবাইকে অগ্রিম ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।