http://www.facebook.com/Kobitar.Khata
আজ ছাগুদের ভিষণ মন খারাপ। মগবাজারে চলছে শোকের মাতম।
বিশ্বকাপের অনুষ্ঠান শুরু হলো ''আমার সোনার বাংলা'' দিয়ে। কার মেজাজ ঠিক থাকে বলেন? অনুষ্ঠান শুরুতে হওয়া উচিত ছিল নিজামীর কোরআন তেলওয়াত। এরপর অনুষ্ঠান শুরু হওয়া উচিত ছিল সাইমুম শিল্প গোষ্ঠির গাওয়া পাক সার জমিন সাদ বাদ দিয়ে।
তারপর গোঃ আজম এসে অনুষ্ঠান উদ্বোধন করতেন। তারপর কায়েদে আযম জিন্নার জীবনীর উপর আলোকপাত। তারপর শিল্প ব্যাংকের দেয়ালে ভেসে উঠার কথা ছিল ৪৭ থেকে ৭১ পর্যন্ত টিক্কা খান, ভুট্রো খান, ইয়াহিয়া, নিয়াজীদের জীবনী ও কর্ম। অপারেশন সার্চলাইট কি করে পরিচালনা করা হয়েছিল তার উপর মহড়া। এরপর ৭১ এর সেই দুঃখজন ''গন্ডোগোল'' ও কিছু দেশদ্রোহী ভারতের দালাল (মুক্তিযোদ্ধা) ও ভারতীয়দের ষড়যন্ত্রের কারণে পাকিস্তান ভেঙ্গে যাওয়ার করুন ইতিহাস।
তার আগে ১৪ ডিসেম্বর কি করে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তার উপর মনোমুগ্ধকর ডিসপ্লে। তারপর গোঃ আজম নিজামীরা কি করে আবার পাকিস্তান কায়েক করার লক্ষে কাজ করে যাচ্চিলো তা নিয়ে অনুষ্ঠান।
অথচ অনুষ্ঠান শুরু হলো আমার সোনার বাংলা দিয়ে। দেখানো হলে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস। দেখানো হলো ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই বিখ্যাত ভাষণ।
এগুলো দেখে ছাগুদের কি করে মান ভাল থাকে? ছাগুরা কি এগুলো সহ্য করতে পারে?
তাইতো আজ দেশজুড়ে ছাগুদের মাতম চলছে। শেষ ভরসা আফ্রিদিরা যদি কাপ জিতে একটা প্রতিশোধ নিতে পারে সেই লক্ষে তারা আশায় বুক বাঁধছে।
সংশয়বাদীরা এখন কি বলবে? কি বলবে বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠান নিয়ে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।