আমি তাই বলি যা আমি বিশ্বাস করি সুবিধাবাদী বেজন্মা ওরা শুওরের মত বাঁচতে শিখেছে, ওরা তোমার কষ্ট দেখে উল্লাস করতে শিখেছে, তোমার যন্ত্রণা দেখে ওদের তৃপ্তি এসেছে, মানুষকে ওরা ঘৃণা করতে শিখেছে, লাভ ছাড়া উপকার করতে ওরা ভুলে গেছে, ওরা বিবেকের সাথে আপোষ করতে শিখে গেছে, ওরা মানুষের মৃত্যুতে দাঁত কেলিয়ে হাসতে শিখেছে, ওরা ধর্ম কে পুঁজি করতে শিখেছে, ওরা হায়েনার সাথে সহবাস করতে শিখেছে, ওরা মানুষ থেকে জানোয়ার হয়ে গেছে। হায়েনাদের সাথে তোমার লড়াই ওরা দেখবে, হায়েনাদের উন্মত্ত রূপ ওদের পুলকিত করবে, হায়েনাদের সাথে তোমার লড়াইয়ে ওরা আনন্দিত হবে, ওরা হায়েনা আর তোমার দুজনেরি মৃত্যু কামনা করবে, শেষপর্যন্ত ওই সুবিধাবাদী বেজন্মা গুলোই দুনিয়ায় টিকে থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।