আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই
Salute, Salute Salute.............
খানিকটা গর্ব আর খানিকটা স্পর্ধা নিয়ে বলতে পারি, আমার শাহজালাল বিশ্ববিদ্যালয় একসময়ে ছিল যেটা চবি কিংবা রাবির চেয়েও ভয়ংকর শিবির-রাজাকার আর স্বাধীনতাবিরোধীদের আস্তানা, যে বিশ্ববিদ্যালয়ে জাহানারা ইমামের নামে হল করতে দেয়া হয়নি- যেখানে এখনও ভাস্কর্য নির্মাণ করাকে মূর্তি পুজা হিসেবে গণ্য করে অর্থমন্ত্রী মাল-মুহিত ভাস্কর্য নির্মাণ বন্ধ করে দেয়, যে শহরটিতে এখনো বিলবোর্ডে কোন নারী মডেলের ছবি থাকলে সেই বিলবোর্ড শিবির-জামাত এক রাতেই কালো রং করে দেয় শহরের পবিত্রতা(?) রক্ষায় (অথচ শাহজালাল মাজারে গাঞ্জা সেবনের ব্যবসা এই হারামিগুলাই নিয়ন্ত্রন করে), যে ভার্সিটিতে পড়বার সময়ে এক জামাতি শিক্ষক(গু আলী হায়দার) গনিত ক্লাসে ঘোষণা দিয়েছিলেন কোন মেয়ে ও ছেলে একত্রে বসে আড্ডা দিলে উনি আমাদের ফ্লাইংকিক মারবেন- আজ সেই শাবিপ্রবি রাজাকারের বাচ্চা মুক্ত একটা ভার্সিটি, যেখানে শত শত ছেলেমেয়ে মনের মাধুরী মিশিয়ে বাংলা জয়ের কাব্য রচনা করেছে!! ধন্যবাদ। অন্তরের অন্তস্থল থেকে হাজারো ধন্যবাদ।
পরবর্তী শাবিপ্রবি'র ছাত্র-ছাত্রীদের দ্বায়িত্ব উগ্র তালেবান-পাকিস্তান মুক্ত ভার্সিটি হিসেবে এর ধারা ধরে রাখা।
ধন্যবাদ অবশ্যই প্রাপ্য জাফর স্যার থেকে শুরু করে এক কিলো রাস্তার ঐ টোকাই মেয়েটাকেও- যে অবাক বিস্ময়ে রাতের প্রহরে এসে আল্পনা দেখে অস্ফুষ্ট কণ্ঠে বলে উঠে, 'ইয়া মাবুদ, ইলান সুন্দর নি আমরার বাংলা লিহাডি (হে মাবুদ, এত্ত সুন্দর নাকি আমাদের বাংলা বর্ণমালাগুলি!)। '
হ্যাঁ, এর চেয়েও সুন্দর তোমরা, আমার বাংলা মায়ের ছেলেরা।
জানি, শিবিরের জারজেরা সরকার পতনের রাতে এসে ভয়াল কালো রাতের মতন এই আল্পনাকে ধর্ষণ করবে, কালো রং দিয়ে নষ্ট করে দিবে 'রাজাকারের ফাঁসি চাই' লেখাগুলোকে।
তাদের কষ্ট- তোমরা কেন উর্দু ভাষার পরিবর্তে এই রাস্তায় বাংলা ভাষায় আল্পনা করলে? কেন তোমরা পাকিস্তানের পতাকা না একে বাংলাদেশের পতাকা আঁকলে, কেন তোমরা গু আজমের পুচ্ছ না একে জাহানারা ইমামকে আঁকতে গেলে?? তাদের জ্বলতে দাও, তারাতো ঐ বেজন্মা রাজাকারের অবৈধ সন্তান।
তাদের জ্বলতে দাও।
না, মশাল কিংবা অস্ত্র লাগবেনা। এই আল্পনাই যথেষ্ট তাদের জ্বালিয়ে দেবার জন্যে।
জয় বাংলা!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।