নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আমার যদি না থাকত পিতার পরিচয় বিকল্প পরিচয় হতো অশ্রাব্য এক গালি সাধারণত: শত্রুকে এসব গালিতে ডাকে সভ্য মানুষ, মাছি-ওড়া পচা তরমুজের চেয়ে, জলাতঙ্কের লালার চেয়ে ঘৃণ্যতর কেউ হতাম আমি। জন্মের সুখের বদলে বেশ্যা নাম পেত দশমাসের গর্ভধারিণী। মানুষের মত অবিকল দেখতে তবু ভুল হত না পাড়া মহল্লায়, কেননা তখন আর মানুষ নই তোমাদের মতো? এক জোড়া পা, এক জোড়া হাত, ক্ষুধা, হাসি, গলার স্বর তোমাদের মতো, বেঁচে থাকার ইচ্ছে, পথ চলার একটু আগ্রহ, মুগ্ধ হওয়া তোমাদের মত, কিন্তু থুথু করে চলে যাবে পুণ্যবান, কেউ স্পর্শ করবে না গা সামান্য আদরে, পথ চলতে রমণীরা ফিরে তাকাবে আড় চোখে। মুমূর্ষুকে তখনো বাঁচাতাম রক্ত দিয়ে, রক্তের রসায়নে বড় মিল। স্বচ্ছ কাচের গ্লাসে জল তুলে দিতাম দরজা খুলে পথিকের তৃষ্ণা মিটে গেলে সৎকর্মে কোথায় আলাদা? হাড়ের কলমে গায়ের শোণিতধারায় তবু আমি জারজ সীলগালা, কেউ দু:স্বপ্নে ভাবে না তার সন্তান হবে এমন অপয়া! অদ্ভুত সমাজ গড়েছ তোমরা অদ্ভুত সংজ্ঞায় - যদিও মানুষ আজ বা কাল পচে যায় গোরে, ঔরস-বিহীন কঙ্কালাবৃত সেই মাংসের দলাদের মতই। --- ড্রাফট ১.০ / নিজেকে অন্য কারো স্থানে না বসালে বোঝার উপায় নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।