আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার চল্লিশ বছর প্রাপ্তি আর অপ্রাপ্তির পোস্ট মর্টেম ।প্রথম পর্ব

একজন মুক্ত মনের মানুষ । রাত পোহালেই স্বাধীনতার চল্লিশ বছর পুর্তির উৎসব শুরু হবে। আজ এই লগ্নে দাঁড়িয়ে যদিও অনেক অভিযোগ তোলা হয় কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। যার মাধ্যমে আপনারা নিজেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশ করতে পারবেন। ১৯৯৩ সাল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছি।

ঢাকায় গিয়ে এক চাচাতো ভাইয়ের সহযোগিতায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী নিয়েছি। সংসারের সবার বড় । বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা । ছোট ভাই-বোনের ভবিষ্যৎ চিন্তা করে অধিক রোজগারের আশায় মালেশিয়া পাড়ি জমাই। ১৯৯৪ সালে রোজার ঈদের ছুটিতে ঘুরতে বের হই।

শারীরিক ভাবে দীর্ঘদেহী এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াই অনেকেই ফাকিস্তানী মনে করতো। হঠাৎ একজন পেছন থেকে বলে উঠলো তুই সন্ত্রাসী (আওয়া টেরোরিস্ট)। আমি বিনয়ের সাথে জিঙ্গেস করলাম, তুমি আমাকে টেরোরিস্ট বললে কেন? তার উত্তর সব পাকিস্তানী টেরোরিস্ট,তুই পাকিস্তানী সুতরাং তুই টেরোরিস্ট। আমি তাকে বললাম যে আমি পাকিস্তানী নই, আমি বাংলাদেশী। সে কিছুতেই বিশ্বাস করতে চাইছিলোনা।

বরং মিথ্যেবাদী বলে গালি দিচ্ছিল। ভাগ্য ভাল, তখন পাসপোর্ট সাথে রাখার নিয়ম ছিল। আমি পাসপোর্ট বের করে দেখালে মাফ চেয়ে লজ্জিত হয়ে চলে গেল। তখন আমি বুঝেছি পাকিস্তান থেকে ভাগ হয়ে দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে। ১৯৯৮ সালে পূর্ব এশিয়ার অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের উপর পড়ল।

দেশে চলে আসি। ইচ্ছে ছিল শিক্ষকতা করে বাকী জীবন কাটিয়ে দেব। এ পেশার সুনাম ফিরিয়ে আনতে চেস্টা করব। কিন্তু আমার সেই আশা পূরণ হয়নি। বাধ্য হয়ে প্রবাসে পাড়ি দিলাম।

এবার মরুভুমিতে। ভাল পজিশানে চাকুরী করার সুবাদে অনেক লোকের সাথেই কথা হয়। একদিন এক পেলেস্টাইনী কেমিক্যাল ইন্জিনিয়ার এসে বললো,তোদের দেশে এত মান সম্পন্ন মেলামাইন সামগ্রী প্রস্তুত হয় জানতাম না । আজ এক মার্কেটে গিয়ে দেখি মেলামাইনের প্লেট। মেড ইন চায়না ২রিয়াল/পিস।

আর মেড ইন বাংলাদেশ ২০রিয়াল/পিস। আমি মনে করলাম হয়তো ভুলে ২ এর জায়গায় ২০প্রিন্ট হয়েছে। কাউন্টারে গিয়ে যখন জানতে পারলাম এটার মূল্য আসলেই ২০রিয়াল তখন মনযোগ দিয়ে দেখেছি আসলেই এটা বিশ রিয়াল মুল্যমানের হতে পারে। তখন এক মিশরীয় মেকানিক্যাল ইন্জিনিয়ার বললো রিয়াদের সবচাইতে অভিজাত শপিং মল কিংডম টাওয়ারে সব ব্রান্ডের কাপড় মেড ইন বাংলাদেশ। সৌদি আরবে জুমার নামাজের খুৎবায় সমস্যা জর্জরিত মুসলিম দেশ গুলির জণ্য দোয়া করা হয়।

পেলেস্টাইন,কাশ্মীর,ইরাক,আফগানিস্তান এবং গত ২/১ বছর যাবৎ যোগ হয়েছে পাকিস্তান। তখন বুঝি স্বাধীনতার প্রাপ্তি। গর্বে বুক ভরে উঠে। অসমাপ্ত  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.