এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না...... কয়েকদিন ধরে ফেসবুক এর অনেকের ওয়ালে নতুন একটা জিনিস খেয়াল করতেছি। একটা করুচিসম্পন্ন () LINK পোস্ট করা। ব্যাপারটা কি হইতেছে, তা ইতিমধ্যেই আমি বুঝে ফেলছি। এই LINK টা যাদের ওয়াল এ পোস্ট হচ্ছে, তারা লোভ সামলাতে না পেরে সেটাতে CLICK করে VIDEO দেখার বের্থ্য চেষ্টা করছে। কিন্তু LINK টা আসলে একটা HACKER GROUP এর। LINK টা তে CLICK করলেই সেই বেক্তির সকল বন্ধুদের কাছে আবার সেই LINK টা-ই তার পক্ষ হতেই WALLPOST হয়। ব্যাপারটা আমার কাছে বেশ মজাই লাগতেছে...কার কেমন সভাব ( মানে কে দেখার উদ্দেশে LINK ta ক্লিক করতেছে ), তা বসে বসেই বুজতে পাচ্ছি। তাইতো বলি, '''হে মানব, মহাজাগতিক জীবের সন্ধান গোপনে গোপনে কদিনই হারাবে নিজের সম্মান প্রমান হবে তা একদিন সত্য প্রমান পাবে তোমরা লোভে পাপ, পাপে মৃত্যু'''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।