একদা হজরত ঈসা (আ.) তার তিন সহচরকে সঙ্গে নিয়ে সফরে বেরুলেন। পথিমধ্যে এক জায়গায় দুটো স্বর্ণের ইট পাওয়া গেল। হজরত ঈসা (আ.)-এর তিন সহচর ইট দুইখানা নিতে ছুটে গেল। তিনি তাদের তা স্পর্শ করতে মানা করলেন। বললেন : 'এ দুটো ইট দ্বারা হয়তো আল্লাহতায়ালা তোমাদের পরীক্ষা করতে চান।
এ দুটো ইট তোমাদের মধ্যে শত্রুতার সৃষ্টি করতে পারে। ' কিন্তু তিন সহচর তার উপদেশে কর্ণপাত করল না। তারা পরস্পর পরামর্শ করে একমত হলো, ইট দুটো তারা ভেঙে অথবা বিক্রি করে ভাগ করে নেবে। হজরত ঈসা (আ.) তাদের অনড় মনোভাব দেখে বিরক্ত হয়ে তাদের ছেড়ে চলে গেলেন।
কিছুক্ষণ পর ওই তিন সহচরের প্রচণ্ড ক্ষিধে পেলে তারা তাদের একজনকে বাজারে খাবার কিনতে পাঠালো।
ইত্যবসরে অবশিষ্ট দুজন শয়তানের কুপ্ররোচনায় ষড়যন্ত্র অাঁটলো যে, তাদের তৃতীয় সঙ্গী যেই খাবার নিয়ে আসবে, অমনি ওরা দুজন তার ওপর হামলা চালিয়ে তাকে খতম করে ফেলবে। তাহলে ইট দুখানা আর ভাগ করতে হবে না। দুজন একখানা করে নিতে পারবে। ওদিকে যে সঙ্গী বাজারে খাবার কিনতে গিয়েছিল, শয়তান তাকেও বিপথগামী করল। সে নিজের খাবার খেয়ে নিল আর বাকি দুজনের খাবারে বিষ মিশিয়ে আনলো, যাতে ওরা দুজনই মারা যায় এবং সে একাই দুখানা দখল করতে পারে।
যথাসময়ে খাবার নিয়ে তৃতীয় সঙ্গীটি ফিরে এলো আর সিদ্ধান্ত মোতাবেক তৎক্ষণাৎ দুজন ঝাঁপিয়ে পড়ল তার ওপর। তারা প্রহার করতে করতে তাকে মেরেই ফেলল। তারপর লাশটা এক পাশে সরিয়ে রেখে তারা পরম আনন্দে খেতে বসে গেল। আর যায় কোথায়। এক লোকমা খেতেই চিৎকার করে মৃত্যুর মুখে ঢলে পড়ল।
পরদিন হজরত ঈসা ওই এলাকায় ফিরে এসে দেখলেন, তার তিন সহচরই মরে পড়ে আছে। আর তাদের লাশের পাশেই জ্বল জ্বল করছে স্বর্ণের ইট দুটো। [সূত্র : নুজহাতুল মাযালিস]
লেখক : ইসলামী গবেষক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।