আমাদের কথা খুঁজে নিন

   

লোভে পাপ আর পাপে .....

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

গত কিছুদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় এম এল এম ব্যবসা নিয়ে নানারকম লেখা এসেছে। unipay2u নামে এক ভুয়া প্রতিষ্ঠান এর খপ্পেরে পরে অনেকে তাদের শেষ সম্বলটুকুও হাড়িয়েছেন। বাংলাদেশ ব্যাংক এ ব্যপারে দেশের জনগনকে অবহিত্ করছেন। আজকের প্রথম আলোতেও (২৭শে জানুয়ারি) এই ব্যপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখন আমার কিছু কথা আছে।

এত বিজ্ঞপ্তি দেয়ার পর ও এত সচেতনতা আমাদের মধ্যে থাকার পরেও কেন বার বার আমরা এরকম ভুল পথে পা বাড়াই?? আমার প্রশ্ন এটাই। মানলাম যে ঢাকার বাতাশে টাকা ওড়ে কিন্তু তাই বলে এভাবে করে কেন?? কেন নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই বার বার আমরা?? ডেসটিনি নিয়ে যারা বুক ফুলিয়ে কথা বলেন তাদের জন্য করুণা হয়। তাদের কাছে খুব জানতে ইচ্ছা করে কতজন এই ডেসটিনি বা এই unipay2u করে বড়লোক হয়েছেন??? বড়লোক তো তারা হয়েছেন যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বা এখন ও নিচ্ছেন গ্রাহকদের কাছ থেকে। বার বার সাবধান করা সত্তেও যখন কিছু শ্রেনীর মানুষ এসব প্রতারণার শিকার হন তখন একে কি বলবেন আপনারা?? এটাকে কি লোভ ছাড়া আর কিছু বলার উপায় আছে?? টাকা পয়সা আয় করা যদি এত সোজা হতো তাহলে এতদিনে দেশে কোন গরিব মানুষ পাওয়া যেত না। সবাই গাড়ি বাড়ি হাকিয়ে চলতো।

সুতরাং এখানে ইনভেস্ট করা মানেই হল নিজের পায়ে কুড়াল মারা। কবে যে আমরা নিজের ভাল কোনটা এটা বুঝতে শিখবো ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.