জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহুর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা যুদ্ধে হেরে যাচ্ছি, তবু আবার যুদ্ধে নামছি। একটা জয়ের আশায়।
ব্যস্ত শহর ছুটছে প্রতি মিনিটে।
যান্ত্রিক মানুষগুলো যেন এক কিসের মোহে বন্দি। মানুষগুলো সুখের লোভে কাঁদিয়ে যায় অন্যকে। সুখ কি তা-ও হয়তো ঠিক মতো জানে না। তবু ছুটছে- অজানায়, সুখের আশায়। ভালোবাসার কথা না হয় বাদই দিলাম।
ভালোবাসা কি সেটাই আগে জানা উচিৎ। পাশ্চাত্যের দৈহিক ব্যাপারটা এমন ভাবে ঢুকে গেছে এ শহরে.....। যে যত নীচে নামছি, সে তত আধুনিক। যে যত বেশী নারীর সাথে সম্পর্ক করছি, সে তত যোগ্য!!! যে যত সহজে ভুলতে পারে, সে তত সফল। আর যে ভালোবাসে অকৃত্রিম, সে হচ্ছে স্টুপিড।
গ্রেট। মানুষগুলো সুখের লোভে, বানিয়ে নিয়েছে নিজের মতো করে নিয়ম। আত্মসম্মান, চারিত্রিক দৃঢ়তা, ব্যাক্তিত্ব- এগুলো হলো এ শহরের মানুষগুলোর অযোগ্যতার নাম। ১০ বছরের একটা মেয়ে বাসে বাসে চিরকুট দিয়ে চকলেট বিক্রি করে। চকলেটটা যখন কেউ ফিরিয়ে দেয়, সেই মেয়েটার মলিন চেহারাটার দিকে কেউ দেখবার সময় পায় না।
সবাই তাকিয়ে থাকে লাল সিগন্যালটার দিকে। কখন সবুজ হবে...। তবু কেউ যখন বলে- ভাংতি নাই, নিতে পারলাম না। তখন সেই মলিন চেহারাতেই ফুটে ওঠে আন্তরিকতার হাসি। বলে ওঠে- টাকা লাগবে না, আপনি রাখুন।
মানুষগুলো সুখের লোভে কেড়ে নিল এই মেয়েটার শৈশব। এই শহরের মানুষগুলো- কেউ বাঁচার লড়াইয়ে, কেউ সুখের লোভে। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।