আমাদের কথা খুঁজে নিন

   

লোভে পাপ,পাপে মৃত্যু

আনাড়ী লেখক

তিন বন্ধু জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ তারা দেখলো রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। তারা একসাথে ব্যাগের কাছে গেল এবং দেখলো ব্যাগ ভর্তি টাকা আর টাকা। তিনজনেই ভীষণ খুশি হল। কিন্তু সমস্যা হল টাকার ভাগ নিয়ে।

তাদের মধ্যে প্রথমজন বলছিলো-“ আমিই টাকার ব্যাগটি প্রথম দেখেছি, সুতরাং আমি অর্ধেক টাকা নিবো, আর বাকি টাকা তোরা দুইজন ভাগ করে নিবি”। ২য় জন বললো “আমিই প্রথম ব্যাগে টাকা থাকার বিষয়টি নিশ্চিত করেছি, সুতরাং আমি অর্ধেক আর বাকি টাকা তোরা দুইজন ভাগ করে নিবি”। ৩য় জন বললো “ তোরা তো অন্য রাস্তায় যেতে চেয়েছিলি,আমিই তোদের এই পথে নিয়ে এসেছি, সুতরাং টাকার অর্ধেক আমার প্রাপ্য”। এভাবে কথা কাটাকাটি করতে করতে তিনজনই ক্লান্ত হয়ে পড়লো। একসময় তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়লো।

তিনজনই টাকা নিয়ে বাইরে যাওয়া নিরাপদ নয়, তাই তারা ঠিক করলো একজন পাশের মহল্লা থেকে খাবার কিনে আনবে আর বাকি দুইজন টাকা পাহারা দিবে। খাবার পর তারা টাকা ভাগ করবে। যথারীতি ব্যাগ থেকে টাকা নিয়ে একবন্ধু পাশের মহল্লা থেকে খাবার আনতে গেল। আর এই সময়ে বাকি দুইবন্ধু মিলে তাকে হত্যার পরিকল্পনা করলো। বন্ধুটি খাবার আনতে না আনতেই দুইবন্ধু তার উপর ঝাঁপিয়ে পড়লো আর তাকে নির্মমভাবে হত্যা করলো।

এবার টাকা দুইভাগ করলেই হবে। দুইবন্ধুই খুব খুশি। কিন্তু বন্ধুর আনা খাবার খেয়ে তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। সেই ঘুম আর তাদের ভাঙলনা। বন্ধুর আনা খাবারে যে বিষ ছিল!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.