যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। ক্যান্টিন বা নিম্নমানের হোটেলের খিচুড়ি মানেই হল হলুদ দেয়া ভাত। হোস্টেল ক্যান্টিনে এই হলুদ দেয়া ভাত খেতে খেতে অতিষ্ঠ হয়ে পড়ি। ১দিন হলুদ দেয়া ভাত খেয়ে বিল দেয়ার সময় ১ বন্ধু মামাকে জিজ্ঞেস করেই ফেলে, "মামা বলেন তো খিচুড়ি বানাতে কী কী লাগে?" মামা সম্ভবত কিছু আঁচ করে ফেলে। মামা বলে, "এই তো চাল পেঁয়াজ হলুদ মরিচ লবণ..." বন্ধু বলে, "ডাল লাগে না?" মামা যেন অনেক চিন্তা করে বলে, "উঁউঁ...তা ডাল দেয়া যেতে পারে বৈকী।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।