আমাদের কথা খুঁজে নিন

   

নীলচে আলোর হরিনী রাত

অন্ধকার; মৃত নাসপাতির মতন নীরব দুপুর রোদের হলুদ ছায়ায় হারিয়েছে পথ ধূসর কাক, ঘাস-জমিনের সবুজ বুকে উল্লাশে মাতে হলুদ রেনুর বিশাল ঝাঁক শঙ্খচিলের ডানায় উড়ে বৃষ্টি নামে ধরনির পরে ঘূণে খাওয়া রোদ অগোচর হয় গোধুলির স্বপ্নক্ষনে নবজাত মেঘের কোল ঘেষে ঘুমমগ্ন নীল নক্ষত্রের ফুল রাত গাঢ় হয় জামিরা আঁধারে, রুপার লহর হারিয়েছে কুল তখন, নক্তচারীর চোখের কার্নিশ নিয়ন আলোর রঙে রাঙিয়ে জলগতিতে জেগে উঠে নীলচে আলোর হরিনী রাত ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।