যে জীবন ঘাসফড়িঙের, যে জীবন রঙিন প্রজাপতির, ঐ জীবন পেলে মন্দ হতো না।
যদি কোনও এক বিষণ্ণ সন্ধ্যায়
আকাশের দিকে তাকিয়ে নীলচে আলো ছড়ানো
নতুন কোনও তারা দেখতে পাও তো
জেনে নিও ওই তারাটিই আমি;
এই পৃথিবীর বুকে নীল প্রজাপতি কিংবা নীলপদ্ম
হতে না পারার ব্যর্থতায় আমি কোনও একদিন
নীলচে আলোর তারা হয়ে
আকাশের বুকে ঠাঁই নেবো।
তখনও কি আমায় এমনি করেই উপেক্ষা করবে
নাকি দর্পভরে বুক ফুলিয়ে তর্জনী উঁচিয়ে আমায় দেখিয়ে
সবাইকে বলে বেড়াবে
"দেখো দেখো, কোনও একদিন ওই তারাটি
আমাকে ভালোবাসতো। আমারই অবহেলা আর না পাবার কষ্টে
সে আজ তারা হয়ে আকাশের বুকে জ্বলছে"?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।