আমাদের কথা খুঁজে নিন

   

ছুরি

ছুরির অদ্ভূত রূপ! এধারে ওধারে তার আলোর রোশনাই কচকচে নোটের মতো লোভনীয় দেহ আমার হাতের কোষে গেড়েছে ঘাঁটি। বর্শার মতো উন্মীলিত ছুঁচালো মুখ যখন হয় আঘাতের উপকরণ তখন ছুরির কী দোষ! আমিইতো হন্তারক বিগলিত আনন্দের। আমারই ইচ্ছার গতি সে রক্তের ঝাঁঝ নিয়ে ভেংচায় নিরীহ অন্ধকারকে। বিশ্বাস করুন বা না করুন অন্ধকার মানে রাষ্ট্র বুঝাতে চাইনি আর ছুরির অর্থ দূর্বৃত্ত নয়। আমিই এখানে বিষয় আমিই এখানে বস্তু বাকি সব হাওয়া, কেবলই বিপন্ন ভাবনার অনুবর্তী সংক্ষুব্ধ শব্দ বা উপহাস বলা চলে। সত্যি বলতে কি, রাষ্ট্র বুঝবার আগেইতো অন্ধকার চিনেছি, বেপরোয়া জন্মের উৎসবে নিজেই ছিঁটকে পড়া অবোধ এক দুর্বৃত্ত! ছুরিতো শুধুই উপমা সুন্দরের; রূপোলি ধাতুর দেহে হিরক প্রেম মানুষকে বাঁচবার সাধ জাগাতে পারে অন্তত একবার। ছুরিতো শুধুই উপমা সৃষ্টির; যতক্ষণ খুনীর হাতিয়ার না হয় ততক্ষণ সে কারুখচিত নির্লিপ্ত শোপিস। ০৯.১২.২০১১ ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।