এটি অস্ত্রোপচারের এমন এক ছুরি, যা বিজ্ঞানীদের জুড়ে দেওয়া কারিকুরি খাটিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ক্যানসারের কোষ শনাক্ত করতে পারবে। লন্ডনের ইমপিরিয়াল কলেজের একদল গবেষক উচ্চপ্রযুক্তির এই আই-ছুরিটি উদ্ভাবন করার কথা দাবি করেছেন। এই ছুরি ব্যবহারের অনুমোদন পেলে তা ক্যানসারের অস্ত্রোপচারে কার্যকর ভূমিকা পালন করবে বলে বিজ্ঞানীদের দাবি।
গতকাল বুধবার ‘সায়েন্স ট্রানস্লেশনাল মেডিসিন’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত নিবন্ধের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান পদ্ধতিতে ক্যানসার-আক্রান্ত কোষ নির্ণয়ে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগে।
সঠিকভাবে শনাক্ত করতে না পারার কারণে অস্ত্রোপচারের পরও ক্যানসারের কোষ শরীরে থেকে যায়। কিন্তু আই-ছুরি মাত্র তিন সেকেন্ডে ক্যানসার-আক্রান্ত কোষ সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম। চিকিত্সকেরা এই ছুরির সহায়তায় ক্যানসার-আক্রান্ত কোষ পুরোপুরি দূর করতে পারবেন।
ছুরিটির কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে, ৯১ জন রোগীর ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে তা কোষ নির্ণয় করেছে।
গবেষকদের ভাষ্য, ছুরিটি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার আছে।
এতে দুই থেকে তিন বছর সময় লেগে যেতে পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।