উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
নির্জন ছুরি
নির্জন ছুরির দেহ ফেটে
উন্মাদ ব্রিজগুলোর মুখের রেখায় ভেসে উঠছে
সন্ধ্যা তারার পাপড়ি, তোমার নাভিপদ্ম।
মনের ভেতর বৃষ্টি পড়ছে। ফুটে উঠছে দেয়ালে
জল্লাদের হাসি, স্নান সুন্দরী।
আমি ব্লেডের উপর শুয়ে থাকা আলো
তোমার নদীঘেষা বালুর সাথে মিশে থাকা
সন্ধ্যার কামুকি জানালা।
আমার শরীরে তোমার ভাঙা আয়নার কাচ
রক্তফুল, ছড়ানো সুখের কাছে
/////////////////////////////////////////
টুকরো টুকরো কাচে ফুটে উঠছো তুমি
ফুটে উঠছে নির্জন ছুরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।