প্রেমিকাও ঈশ্বর হয়ে উঠে তার সমস্ত অস্পষ্ট্তা নিয়ে
এইখানে গেঁথে রাখা ছুরি
আমাকেও বলেছিল আজ
তোমাকে যেন খুন করি।
সে আরও বলেছে
প্রেমের ক্ষরণে কখনো লাল রং দেখেনি সে
তাই ধরা পড়ে যাওয়ার ভ্য় নেই।
তবে কি প্রেমের জন্য এক ফোঁটা রক্তও ছিলনা ইতিহাসে
যে পুরুষ তার সংগিনীকে গতকাল রক্তাক্ত করেছিল
সে কি তবে নিরপরাধী সেজেছে
এইখানে গেঁথে রাখা ছুরি
আমাকে বলেছে আমি যেন তোমাকে ভালবাসি।
আমি দ্রুত স্মৃতির পাতা উল্টাতে লাগলাম
আমি শেষ কবে যেন ভালবেসেছিলাম কোনো নারীকে।
স্মৃতির পৃষ্টায় বিষ মাখানো সপ্ন আমাকে পরাজিত করেছে।
এইখানে গেঁথে রাখা ছুরি
এইখানে হৃদয়ে গেঁথে রাখা ছুরি
আমাকে বলেছে এইই আমার শেষ যাত্রা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।