একজন শব্দ শিকারি
ওরা আজও আছে
ওরা খুবলে খুবলে খাচ্ছে আমাদের মানচিত্র
আমাদের গণতন্ত্রকে ওরা ধর্ষণ করে ধর্ষিতার আর্তনাত শুনে
ঠোটে লোলুপ হাসি ঝুলিয়ে হুংকার দিতে দিতে বীর বেশে চলে যায়।
আর আমরা তখন শীলাকি জওয়ানির অর্ধ-নগ্ন কোমর দুলানো নৃত্য দেখে
খুশীতে ডুগডুগি বাজায়।
ওরা আজও আসে মায়ের আচলের নিচের লুকিয়ে রাখা ধনকে কেড়ে নিয়ে
মাকে নতুন কষ্ট উপহার দিতে।
ওরা আজও আসে মুছে দিতে নববধূর সিঁথির সিঁদুর,
আর বোনকে তুলে নিয়ে মেতে উঠতে আদিম খেলায়।
ওরা আজও আসে সাদা কাপড়ে বাবার মুখ ডেকে তার সন্তানকে
পিতৃশ্নেহ থেকে বঞ্চিত করতে।
ওরা আজও আসে আধার রাতের বিভীষিকা হয়ে
ঘুমন্ত অসহায় মানুষদের ঘুমটুকু কেড়ে নিতে।
ওরা আসে একটি গ্রাম পুড়িয়ে ছাইয়ের সাথে অসহায়দের আর্তনাত রেখে যেতে।
তবুও আমরা বুক উঁচিয়ে বলি স্বাধীনতা পেয়েছি।
বিশ্বের বুকে পতপত করে উড়ে আমাদের স্বাধীন দেশের পতাকা
তবে কোথায় সেই স্বাধীনতা?
স্বাধীনতা আজ বন্ধী ঐ মোড়ট বাধা কাগজে,
সকালের হকারের হাতের খবরের কাগজে তাকে পাওয়া যাবেনা।
স্বাধীনতার ফল খায় আজ কালোবাজারি, মুনাফাখোর আর আছে যাদের বাহুবল,
প্রতিবাদ করবে কে আমরাতো সব কাপুরুষের দল।
স্বাধীনতা ভোগ করে দুর্নীতিবাজ আর আছে যত গডফাদার
স্বাধীনতা আসেনি জীবন সাজাতে সাধারন জনতার।
স্বাধীন দেশের পতাকা বুকে একে ঘুরে বেড়ায় ঐ হায়েনারা
পুরনো অভ্যাস মাথাচাড়া দিলেই যারা আবারো মেতে উঠতে চায় পাশবিকতায়।
আবারো ওরা আমাদের এই স্বাধীন দেশের মানচিত্রে ফুটিয়ে তুলে লাল রক্তের আকা রেখা।
কিন্তু আমরা চুপ করে থাকি, যেন এখনো আমরা কথা বলতে শিখিনী।
আমাদের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস শুধুই একটি রূপকথা
৪৭, ৫২, ৬৯, ৭১ এগুলো আমাদের কাছে কেবলই কয়েকটি সংখ্যা মাত্র
এর বাহিরে এদের অন্য কোন পরিচয় এখন আমরা জানি না।
আজ আমরা নিজেদের আখের গুছাতেই ব্যস্ত
দেশকে নিয়ে ভাবার মত সময় আমাদের নেই।
স্বাধীনতার উত্তরাধিকার হিসেবে আমরা স্বাধীনতাকে তার যোগ্য সম্মান দিতে পারিনি
হয়ত পারবোনা কোন দিন, কারণ আমাদের বিবেক আজ ঘুমিয়ে আছে
তবুও স্বপ্ন দেখি ঐসব সংখ্যাগুলোর পাশে নতুন আরেকটি সংখ্যা যুক্ত হবে।
যে সংখ্যা সাক্ষী দিবে আমাদের প্রকৃত স্বাধীনতার,
যে সংখ্যা বলবে জয় হয়েছিল মানবতার,
যে সংখ্যা ঘোষণা দিবে নতুন জাগরণের,
যে সংখ্যা প্রকাশ করবে অত্যাচারীদের বাহু ঘুড়িয়ে দেওয়ার কথা।
স্বাধীনতার উত্তরাধিকার হিসেবে আমি আজও সেই সংখ্যাটির অপেক্ষায় আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।