ami onekkkkkkkkk onek olosh আমাদের ফ্রী lecture ২য় December থেকে শুরু হয়া আজকে ৪র্থ ক্লাস হচ্ছে। । যেহেতু এটা স্বেচ্ছাসেবকদের দারা একটি নুতন প্রচেষ্টা তাই আমাদের learning center অন্য গুলোর মত সুসজ্জতিও নয়। কিন্তু এটুকও বলতে পারি যে আমাদের এখানে যারা লেকচার দেবেন তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই দক্ষ। আর আপনাদের কে জ্ঞান দিতেও কার্পণ্য করবেননা।
ফ্রী বলে কেও class গুলকে অবহেলা করবেননা। আপনি কিছু শিখতে আসবেন আর তা বাস্তবে অ্যাপ্লাই করবেন এই মনোবৃত্তি নিয়া এখানে আসবেন। আর যাদের ল্যাপটপ আছে তারা দয়া করে ল্যাপটপ নিয়া আসবেন। কারন সবার জন্য পিসি সরবরাহ করা কঠিন। খাতা ও কলম নিয়া আসবেন।
অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে। আর যারা অংশ নিতে চান তারা ও আস্তে পারেন।
আমরা চাই আপনারা আমাদের সাথে থেকে ফ্রীলাঞ্চের কাজে সহজগিতা করুন।
Class Schedule: শনিবার ১০ ডিসেম্বর : 4:০0 HTMLঅ্যান্ড CSS
পরবর্তী ক্লাস আজকে বলে দেওয়া হবে।
Address: 54,Central Road (WIBT College), Dhanmondi (Near Labaid Cardiac Hospital)
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।