আমাদের কথা খুঁজে নিন

   

ধনীদের তুলনায় আমরা কত কম খাই

একজন মানুষকে সুস্থুভাবে বেঁচে থাকতে হলে নূন্যতম দৈনিক ২,১২২ ক্যালরি খাদ্য গ্রহণ করতে হয়। যাদের শারীরীক পরিশ্রম করতে হয় বেশি তাদের আরো বেশি ক্যালরি গ্রহণ করতে হয়। প্রয়োজনের তুলনায় বেশি ক্যালরি গ্রহণ করলে তা শরীরে মেদ হিসাবে জমতে থাকে। বাংলাদেশিরা গড়ে দৈনিক গ্রহণ করে ২,০২১ক্যালরি (১৯৯৫)। ডিসিআই পদ্ধতিতে দারিদ্রতাকে তিনটি ভাগে ভাগ করা হয়। যারা দৈনিক ২,১২২ ক্যালরি খাদ্য গ্রহনে অসমর্থ তারা এবসুলুট পুওর। যারা দৈনিক ১,৮০৫ ক্যালরি গ্রহণ করতে পারে না তারা হার্ডকোর পুওর এবং যারা দৈনিক ১,৬০০ ক্যালরিও করতে পারে না তারা আল্ট্রাপুওর। বিশ্ব খাদ্য কর্মসূচি ২০০৯ এর প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে ৬ কোটি ১ লাখ লোক বেঁচে থাকা জন্য প্রযোজনীয় ক্যালরি গ্রহন করতে পারেন না দরিদ্রতার কারনে। এর মধ্যে ১ কোটি ২০ লাখ হার্ডকোর পুওর এবং ৩ কোটি ১০ লাখ আল্ট্রা পুওর। বিশ্বের সর্বোচ্চ ক্যালোরি গ্রহনকারী ১০টি দেশ ১. দৈনিক গড়ে ৩,৮৩০ ক্যালরি গ্রহন করে আমেরিকার প্রতি একজন ব্যক্তি ২. দৈনিক গড়ে ৩,৭৩০ ক্যালরি গ্রহন করে লুক্সেমবার্গ প্রতি একজন ব্যক্তি ৩. দৈনিক গড়ে ৩,৭০০ ক্যালরি গ্রহন করে বেলজিয়ামের প্রতি একজন ব্যক্তি ৪. দৈনিক গড়ে ৩,৬৯০ ক্যালরি গ্রহন করে গ্রিসের প্রতি একজন ব্যক্তি ৫. দৈনিক গড়ে ৩,৬৮০ ক্যালরি গ্রহন করে আয়ারল্যান্ডের প্রতি একজন ব্যক্তি ৬. দৈনিক গড়ে ৩,৬৫০ ক্যালরি গ্রহন করে ইটালির প্রতি একজন ব্যক্তি ৭. দৈনিক গড়ে ৩,৬৫০ ক্যালরি গ্রহন করে অস্ট্রিয়ার প্রতি একজন ব্যক্তি ৮. দৈনিক গড়ে ৩,৬১০ ক্যালরি গ্রহন করে ইজরায়েলের প্রতি একজন ব্যক্তি ৯. দৈনিক গড়ে ৩,৫৯০ ক্যালরি গ্রহন করে ফ্রান্স এবং পুর্তুগালের প্রতি একজন ব্যক্তি ১০. দৈনিক গড়ে ৩,৫৬০ ক্যালরি গ্রহন করে কানাডার প্রতি একজন ব্যক্তি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.