আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলিয়াছেন,
"গরীবগণ ধনীদের চাইতে আর্ধেক দিন আগে জান্নাতে প্রবেশ করিবে । অর্ধেক দিনের পরিমাণ পাচশ বছর হবে । " (তিরমিযি)
হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত আছে, মহানবী (সাঃ) বলিয়াছেন, কিয়ামতের দিন তোমাদের একত্রিত হওয়ার পর ঘোষণা দেওয়া হইবে, এই উম্মতের গরীব লোকেরা কোথায় ? তাহারা তখন উঠিয়া দাড়াইবে ।
তারপর তাহাদের জিজ্ঞাসা করা হইবে তোমরা কি আমল করিয়াছিলে ? তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক ! তুমি আমাদের পরীক্ষা করিয়াছ আর আমরা ধৈর্য্য ধারণ করিয়াছি । তুমি আমাদেরকে নহে বরং অন্য লোকদেরকে অর্থ সম্পদ ও রাজত্ব দান করিয়াছ । আল্লাহ'তায়ালা বলিবেন, তোমরা সত্য বলিয়াছ । রাছূল (সাঃ) বলিয়াছেন, কাজেই সেই সব লোক সাধারণ লোকদের আগেই জান্নাতে প্রবেশ করিবে । হিসাবের কঠোরতা ধনী লোক, সম্পদশালী লোক এবং শাসকদের জন্য থাকিবে ।
(ইবনে হাব্বান )
আবু সাঈদ (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাছূল (সাঃ) কে একথা বলতে শুনিয়াছি, হে আল্লাহ ! আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখ, মিসকিন অবস্হায় দুনিয়া হইতে তুলিয়া নাও আর মিসকিনদের দলভূক্ত করিয়া আমার হাশর কর । (হাকেম)
হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলূল্লাহ (সাঃ) কে আমি একথা বলতে শুনিয়াছি, এলোমেলো চূল, ধূলাবালিতে মাখা পুরাতন চাদরের অধিকারী এবং মানুষের দরজা হইতে বিতাড়িত হইয়াছে এমন লোকদের মধ্যে তাহারাও রহিয়াছে যাহারা আল্লাহর নামে কোন কসম করিলে আল্লাহ তায়ালা সেই কসম পূর্ণ করিয়া দেন । (তিররানী)
সূত্রঃ মুন্তাখাব হাদিস ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।