আমাদের কথা খুঁজে নিন

   

রঞ্জনা আমি আর আসবো না - কি মিউজিক্যাল সিনেমা?

এটা ঠিক কোন পোস্ট নয়। ফেসবুকে মিউজিক্যাল সিনেমা নিয়ে কোন একটা স্ট্যাটাসে বেশ আলোচনা হয়েছিল - সেখান থেকেই এই পোস্টের জন্ম। এই পোস্টে আলোচনা আশা করছি - আমার সত্যিটা জানা দরকার। প্রথমেই বলে নিই - আমি সিনেমা বিষয়ে খুবই অজ্ঞ মানুষ, থিওরীর জ্ঞান সামান্যরও কম, তাই মিউজিক্যাল ফিল্ম টার্মটা নিয়ে তর্ক করা আমার সাজে না এবং যা বলেছি তা সামান্য জ্ঞানের উপর নির্ভর করেই বলা। শুরুটা ছিল বাংলাদেশে মিউজিক্যাল সিনেমা সম্ভব কিনা - সে বিষয়ে একটি ছোট্ট প্রশ্ন রেখে।

বলিউডের বডিগার্ড সিনেমার তেরীমেরী গানের নকলে একই সুরে লিরিক পরিবর্তন করে যে গানটা তৈরী হয়েছে সেই গানকে সামনে রেখে আশা ব্যক্ত করেছিলাম - ভালো মিউজিক তৈরী করতে পারলে সেই অনুযায়ী লিরিক তৈরী করা সম্ভব, সেটা দেখা যাচ্ছে। সুতরাং, হয়তো মিউজিক্যাল সিনেমার উদ্যোগ নিলে খুব একটা কঠিন হবে না। মিউজিক্যাল সিনেমার উদাহরণে আমি 'মাই ফেয়ার লেডি' ধরনের সিনেমাকে বুঝিয়েছিলাম, রঞ্জনা আমি আর আসবো না - ধরনের সিনেমাকে নয়। এই নিয়েই শুরু - সত্যিই কি রঞ্জনা আমি আর আসবো না - কি মিউজিক্যাল সিনেমা? এবং মিউজিক্যাল সিনেমা বলতে আসলে কি বোঝায়? ‎শুরু হলো যুক্তি পর্ব: সব জ্ঞানের ভান্ডার উইকিপিডিয়ায় মিউজিক্যাল ফিল্মের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে - a film genre in which songs sung by the characters are interwoven into the narrative, sometimes accompanied by dancing. The songs usually advance the plot or develop the film's characters, though in some cases they serve merely as breaks in the storyline, often as elaborate "production numbers". A subgenre of the musical film is the musical comedy, which also includes a strong element of humor. আমি এই সংজ্ঞায় অনেকটা মুগ্ধ। আমি ভেবে চিন্তে দেখলাম, মিউজিক্যাল ফিল্ম হিসেবে মাই ফেয়ার লেডি অথবা সাউন্ড অব মিউজিকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - এখানে চরিত্ররা গান গায় এবং গানের কথাগুলো/নাচ বা অন্য কর্মকান্ডগুলো সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।

তোমার প্রতি আমি অনুরক্ত - এই কথাটাকে সরল বাংলায় বলা যায় এবং প্রায় সব সিনেমায়ই বলা হয় - আই লাভ ইউ/আমি তোমাকে ভালোবাসি। কিন্তু মাই ফেয়ার লেডি-তে এই কথাটা কিভাবে আসছে? Just you wait, 'enry 'iggins, just you wait! You'll be sorry, but your tears'll be to late! - এই গানটা একই সাথে হেনরী হিগিনস এর প্রতি অনুরাগ এবং রাগ - দুটোই প্রকাশ করে। সিনেমার বাকী গানগুলোতেও একই ঘটনা। সাউন্ড অব মিউজিক সিনেমাতেও একই ঘটনা। মিউজিক্যাল ফিল্মের হিস্ট্রীতে দেখা যাচ্ছে - মিউজিক্যাল স্টেজ পার্ফমেন্স থেকেই মিউজিক্যাল সিনেমার উৎপত্তি।

প্রথম দিকে, মিউজিক্যাল স্টেজ ড্রামাগুলোকেই চিত্রিত করার মাধ্যমে মিউজিক্যাল সিনেমা তৈরী হয়, পরবর্তীতে আরও অগ্রসর হয়েই সাউন্ড অব মিউজিক ধরনের সিনেমাগুলো নির্মান করা হয় যেখানে গানই ন্যারেটিভ হিসেবে ব্যবহৃত, কিন্তু মঞ্চ নাটকের সেই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠে আরও বিস্তৃত হয়েছে। রূপবান যাত্রা তাই একটি মিউজিক্যাল যাত্রা এবং যাত্রা সম্পর্কে আমার সীমিত জ্ঞানের দরুন বেশী জোর দিয়ে বলতে পারছি না, সম্ভবত সব যাত্রাই মিউজিক্যাল জনরায় পড়বে। এই উপমহাদেশে সত্যজিত রায়ের গুপী বাঘা এবং হীরক রাজার দেশে - দুটোই মিউজিক্যালের মধ্যে পড়বে। শিশুতোষ জনরা হিসেবেও ব্যাখ্যা করা যায় - তবে মিউজিক্যাল জনরায় আগে পড়ে। অন্যদিকে এই সংজ্ঞায় যদি 'রঞ্জনা আমি আর আসবো না'- কে দেখতে যাই, তাহলে একে মিউজিক্যাল ফিল্ম বলা যায় না।

কারণ সিনেমার মূল বিষয়বস্তু অবশ্যই গান - কিন্তু সেই গান ন্যারেটিভ হিসেবে ব্যবহার হয়নি। এই সিনেমাটিকে আমার 'মিউজিক্যাল সিনেমা' না বলে 'মিউজিক বেসড সিনেমা' বলতে বেশী ভালো লাগে। আবার উল্টো যুক্তিও আছে - কোথাও কোথাও গান নিয়ে সিনেমাকেও মিউজিক্যাল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সে দিক থেকে চিন্তা করলে রঞ্জনা আমি আর আসবো না - ও একটি মিউজিক্যাল সিনেমা। হতেই পারে, আমার ভয়, এই সিনেমা দেখে কেউ যদি মিউজিক্যাল জনরা সম্পর্কে ধারণা পেতে চায়, তবে হয়তো অনেক ভুল একটা ধারনা নিয়ে সামনে এগোবে।

এইবার তর্কের পালা - একজন ভয়ঙ্কর অল্পবিদ্যাধারীকে সাহায্য করুন। শুভকামনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।