রঞ্জনা, তোমায় আমি সতি্য আর ভালোবাসি না!
জলে ভাসা পদ্ম দেখেও, আর তোমায় ভাবি না!
ছেলেবেলার প্রেমের স্মৃতি, ভুলেছি দিব্যলোকে;
আলো ভেবে আলেয়া ধরেছি, অদ্ভুৎ জে্যাৎস্নালোকে!
তোমার দাদার অবাধ শাসনে, হই নি তো বাঁধনহারা;
চপোটাঘাতে, শ্লীলতাহানিও করে নি মোরে পথছাড়া!
ছেড়ে গেছ মোরে মনের সুখে, ভেবেছ আমি খুব বোকা!
মোদ্দা কথা, রঞ্জনারা ভালোবাসতেই জানে না!
অঞ্জন দা, কেন গাইতে গেলেন,রঞ্জনাদের নিয়ে গান;
এরা কখনই ভালোবাসে নি, করেছে শুধু ভান!
বেলা বোস! তুমি এসেছিেল মনে, ফাল্গুনি হাওয়া হয়ে;
রঞ্জনার কপট স্মৃতিগুলোকে যেন নিমিষেই নিলে শুষে !
পথেরও পরে, জোছনাবিহারে ধরে ছিলে মোর হাত!
ফাল্গুনীরা কইছে কথা তিমির কালো রাত!
সেই তুমিও হারিয়ে গেলে আমায় অপূর্ন রেখে!
বেলা বোস! তুমি পাচ্ছো কি শুনতে?
বেকার জীবনে সস্তা হোটেলে বিল গুলো তুমিই গুনতে!
সত্যিই আজ আমি চাকরি পেয়েছি, পারছো না দুঃখ ভুলতে!
টেলিফোনের মাঝে দীর্ঘশ্বাসে ভারি হয়ে ওঠে কান;
গুমরে কাঁদে মনের মাঝে, এ বুঝি ব্যাথার দান।
অঞ্জন দাদা, কেন গাইতে গেলেন, এদের নিয়ে গান;
আপনার গানের নির্দয় বচনে ওষ্ঠাগত প্রান!
বেলা গেল, রঞ্জনাও গেল, তবু জীবন এগিয়ে যায়,
জীবনের ভারে ক্লান্ত আমি, বেঁচে থাকাই দায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।